পাতাল পুরী
ভারতে নির্মিত সবাক কাহিনি-চলচ্চিত্র।
প্রযোজনা: কালী ফিল্ম্স
পরিচালক:
প্রিয়নাথ এন গাঙ্গুলি
কাহিনিকার:
শৈলজানন্দ মুখোপাধ্যায়
চিত্রনাট্য:
শৈলজানন্দ মুখোপাধ্যায়
সঙ্গীত রচয়িতা:
কাজী নজরুল ইসলাম,
শৈলজানন্দ মুখোপাধ্যায়
সঙ্গীত পরিচালক: গিরীন চক্রবর্তী
চিত্রগ্রহণ: ননী সান্যাল
মুক্তি: ২৩ মার্চ ১৯৩৫,
রূপবাণী প্রেক্ষাগৃহ
ভাষা: বাংলা।
ফিল্ম: ৩৫ মিমি
রঙ: সাদা-কালো
চরিত্র:
- মাতলা সরদার:
তিনকড়ি চক্রবর্তী
- মুংরা
জীবন গাঙ্গুলী
- টুম্নি
মায়া মুখোপাধ্যায়
- বিলাসী
শিশুবালা
- ঠিকাদার
পরেশচন্দ্র বসু
- টুমনির প্রতবেশিনী
কমলা
ঝরিয়া
এই ছায়াছবিতে ব্যবহৃত গানের তালিকা
- কেষ্ট ঠাকুর নাচে, নাচে গো।
[কুলিকামিনদের গান। গীতিকার: অজ্ঞাত]
- ও শিকারী মারিস না তুই [টুমনির গান। গীতিকার:
কাজী নজরুল ইসলাম]
[তথ্য]
- তোর সঙ্গে করব ভাব
[টুমনির গান। গীতিকার।
শৈলজানন্দ মুখোপাধ্যায়]
- সিয়াঁ কুলে বন করেছে আলো
[বিলাসীর গান। গীতিকার।
শৈলজানন্দ মুখোপাধ্যায়]
- তুমি এসেছ কি এসো নাই
[মনির গান। গীতিকার।
শৈলজানন্দ মুখোপাধ্যায়]
- ধীরে চল্ চরণ টলমল্ [কয়লাকুঠির কামিনদের গান। গীতিকার:
কাজী নজরুল ইসলাম]
[তথ্য]
- ফুল ফুটেছে কয়লা টবে [মুংরা ও বিলাসীর গান। গীতিকার:
কাজী নজরুল ইসলাম]
[তথ্য]
- বাবা ভোলা ভোলানাথ
[মাতালশালে ঝুমুর গান। গীতিকার।
শৈলজানন্দ মুখোপাধ্যায়]
- দুখের সাথী গেলি চল [মাতাল সর্দারের গান।
গীতিকার:
কাজী নজরুল ইসলাম]
[তথ্য]
- তালপুকুরে তুলছিল সে [মুংরার গান। গীতিকার:
কাজী নজরুল ইসলাম]
[তথ্য]
- এলো খোঁপায় পরিয়ে দে [বিলাসীর গান। গীতিকার:
কাজী নজরুল ইসলাম]
[তথ্য]
- আঁধার ঘরের আলো [বিলাসীর গান।গীতিকার:
কাজী নজরুল ইসলাম][তথ্য]
- দিনের আলো ফুরায়ে যায়। [টুমনীর প্রতিবেশনীর গান: শিল্পী:
কমলা
ঝরিয়া]
- বল গো তায় ফিরে যেতে। [টুমনীর প্রতিবেশনীর গান: শিল্পী:
কমলা
ঝরিয়া]
সূত্র:
https://www.imdb.com