বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: 
কালো জল ঢালিতে সই ।
	
		
কালো জল ঢালিতে সই চিকন কালারে পড়ে মনে।
								কালো মেঘ দেখে শাওনে সই পড়্ল মনে কালো বরণে॥
								কালো জলে দীঘির বুকে
								কানায় দেখি নীল-শালুকে
								(আমি) চম্কে উঠি, ডাকে যখন কালো কোকিল বনে?
								কল্মিলাতর চিকন পাতায় দেখি আমার শ্যামে লো
								পিয়া ভেবে দাঁড়াই গিয়ে পিয়াল গাছের বামে লো।
								উড়ে গেলে দোয়েল পাখি
								ভাবি কালার কালো আঁখি
								আমি নীল শাড়ি পরিতে নারি কালারি কারণে লো কালারি 
								কারণে॥
	
	- ভাবসন্ধান: কৃষ্ণবিহীন রাধার বিরহদশাকে এই গানে- উপস্থাপন করা হয়েছে- 
	বৃন্দাবনের নানা প্রেক্ষাপটের আশ্রয়ে। কৃষ্ণের প্রতি তাঁর গভীর প্রেম মিশে আছে- 
	চেতন-অবচেতন মনকে মোহিত করে। তাই তিনি  প্রাকৃতিক নানা রঙের ভিতরে কৃষ্ণকে 
	খুঁজে পান তাঁর মনোমোহন-রূপের ছায়ায়। 
 
 যমুনায় জল আনতে গিয়ে কালো জল দেখে, শ্রাবণ মাসের ঘনকালো মেঘের দিকে তাকিয়ে 
	রাধার অবচেতন মন থেকে চেতনায় ভেসে ওঠে কৃষ্ণের চিকন কালো রূপ। দীঘির কালো 
	নীল-শালুক দেখে, কুহরিত কালো কোকিলের কালো রূপের ভিতর তিনি কৃষ্ণের ছায়া দেখে তিনি চমকে ওঠেন। 
	তিনি
								কল্মিলতার চিকন পাতায় দেখেন শ্যামের ছায়া। কৃষ্ণ 
	ভেবে তিনি দাঁড়ান পিয়াল গাছের বামে। উড়ন্ত দোয়েল পাখি দেখে রাধা ভাবেন যেন 
	কালার কালো আঁখি উড়ে গেল। রাধা নীল শাড়ি পরতে গেলে কৃষ্ণের নীলাভকালো রূপে কথা 
	মনে পড়ে।  কৃষ্ণের কথা ভেবেই তাই তিনি কালো শাড়ি পড়েন না।
 
- রচনাকাল ও স্থান: গানটির 
		রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের 
		জুলাই 
				(আষাঢ়-শ্রাবণ
				১৩৪৫) 
	মাসে, এইচএমভি 
		রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল 
		৩৯ বৎসর ১ মাস। 
 
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা  
			২২২৫। পৃষ্ঠা: 
			৬৬৮]
	
	- রেকর্ড: এইচএমভি [জুলাই ১৯৩৮ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৫)। এন ১৭১৬৩। শিল্পী: সিদ্ধেশ্বর 
		মুখোপাধ্যায়।
- সুরকার: নজরুল ইসলাম
 
- স্বরলিপিকার ও স্বরলিপি: 
			
পর্যায়:
				- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দু ধর্ম। বৈষ্ণব। রাধা। 
				প্রেম
- সুরাঙ্গ: ঝুমুর অঙ্গে
- তাল:
				ঝুমুর 
				[৬ মাত্রা]
- গ্রহস্বর: সা