ঝুমুর তাল
ঝুমুর বা ঝুমুরাঙ্গের লোক গানে ব্যবহৃত তাল বিশেষ। ঝুমরের ছন্দকে আন্দোলিত করে এর তাল প্রকরণ। প্রতিটি তালের চলনে আছে উৎফুল্ল চলন গতি।

মাত্রার ও ছন্দের বিচারে ঝুমুর তালের বেশ কিছু প্রকরণ পাওয়া যায়। যেমন-

মাত্রা সংখ্যা:
ছন্দপ্রকৃতি: সমপদী (৩/৩)
তালি: ১টি
খালি: ১টি
                                                                         প্রথম প্রকরণ
 

+

 

   

     

+

I

িধি

গ্‌ধি

ধিতাং

তিদি

গ্‌‌ধি

তাং I

ধি

 

 

 

 


দ্বিতীয় প্রকরণ

 

+

     

   

 

+

I

ধিধি

ধিধি

তাং

তিতি

তিধি

তাং

I

ধা

 

 

 

 

মাত্রা সংখ্যা:
ছন্দপ্রকৃতি: সমপদী (৪//)
তালি: ৩টি
ফাঁক: নাই

 

+

 

 

 

 

২ 

 

 

 

 

I

ধিধিগ

ধিধিগ

ধিধিগ

ধিতাং

-

ধিধিতাং

-

ধিধিতাং

I

ধিধিগ

 

 

 

 

 

মাত্রা সংখ্যা: ১২
ছন্দপ্রকৃতি: সমপদী (৩/৩/৩/৪)
তালি: ৩টি
খালি: ১টি

এই বোলবাণী যখন মাদলে বাদিত হয়, তখন ছন্দের দোলা উপলব্ধি করা যায়। নাচের ঝন্দের সাথে এর তালের দীর্ঘ রূপ বাদিত হয়। যেমন-

 

+ 

     

     

     

 

   

+ 

I

িগি

নধি

 তা

-

ধিধি

তা

-

ধিধি

তা 

ধিগিন

গি

তা I

ধি

 

 

 

 

১০

১১

১২