বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
কি হবে লাল পাল তু’লে ভাই
তাল :
কাহারবা
কি হবে লাল পাল তু’লে ভাই ‘সাম্পানের’ উপর।
তোর পালে যত লাগ্বে হাওয়া রে
ও ভাই ঘর হবে তোর ততই পর॥
তোর কি দুঃখ হায় ভুলতে চাস্ ভাই, ছেঁড়া পাল রাঙিয়ে,
এবার পরান ভ’রে কে’দে নে তুই অগাধ জলে নেয়ে’
তোর কাঁদনে উঠে আসুক রে ঐ নদীর থেকে বালুর চর॥
তুই কিসের আশায় দিবি রে ভাই কূলের পানে পাড়ি,
তোর দীয়া সেথা না জ্বলে ভাই আঁধার যে ঘর-বাড়ি।’
তুই জীবন-কুলে পেলি নে তায় রে এবার মরণ-জলে তালাস কর্॥
- রচনাকাল ও স্থান: গানটি সওগাত পত্রিকার ফাল্গুন ১৩৩৫ বঙ্গাব্দ, সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এই সময়
নজরুল চট্টগ্রামে অবস্থান করছিলেন। ব্রহ্মমোহন ঠাকুর তাঁর নজরুল সঙ্গীত নিরদেশিকা
গ্রন্থে গানটি রচনার স্থান ও তারিখ উল্লেখ করেছেন- চট্টগ্রাম '২৪.১.১৯২৯'
বৃহস্পতিবার,
১১ মাঘ ১৩৩৫)। এই সময় নজরুলের
বয়স ছিল ২৯ বৎসর ৭ মাস।
- গ্রন্থ
-
চোখের চাতক।
- প্রথম সংস্করণ [অগ্রহায়ণ ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯)। গান ২২। ভাটিয়ালি-কার্ফা]
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭।
চোখের চাতক। গান ২২। ভাটিয়ালি-কার্ফ। পৃষ্ঠা: ২০৯-২১০।]
- ঝড়
- প্রথম সংস্করণ [১৩৬৭ বঙ্গাব্দের ১ অগ্রহায়ণে (১৭ নভেম্বর ১৯৬০)। শিরোনাম:
সাম্পানের গান (পূর্ববঙ্গের ভাটিয়ালি সুরে) ২।]
- নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। ঝড়। শিরোনাম:
সাম্পানের গান (পূর্ববঙ্গের ভাটিয়ালি সুরে) ২। পৃষ্ঠা ১৪৩-১৪৪]
- পত্রিকা:
- বুলবুল (ফাল্গুন ১৩৪৩ (মার্চ-এপ্রিল ১৯৩৭)। শিরোনাম: চট্টল গীতিকা।