ঝড়
১৩৬৭ বঙ্গাব্দের ১ অগ্রহায়ণে (১৭ নভেম্বর ১৯৬০) প্রথম প্রকাশিত হয়। প্রকাশক: শ্রীব্রজকিশোর মণ্ডল, বিশ্ববীণা, ১১/এ বারণসী ঘোষ স্ট্রিট কলকাতা-৭। মুদ্রাকর: শ্রীরতিকান্ত ঘোষ, দি অশোক প্রিন্টিং ওয়ার্কস, ১৭/১ বিন্দুপালিত লেন, কলিকাতা-৬। প্রচ্ছদ শিল্পী: গণেশ বসু। পৃষ্ঠা সংখ্যা ৮৮। মূল্য ৩ টাকা।  এই গ্রন্থের গানগুলো হলো-
  1. আমি কর্থ্য ভাষা (কর্থ্য ভাষা কইতে নারি) [গান-২৩৫৬] [তথ্য]
  2. ওরে মাঝি ভাই ও তুই কি দুখ্‌ পেয়ে কূল হারালি [গান-৬৮৮] [তথ্য
  3. কি হবে লাল পাল তুলে [তথ্য]
  4. তোমার বাণীরে করিনি গ্রহণ [তথ্য]
  5. দুপেয়ে জীব ছিল গদাই (ওগো দু পেয়ে জীব) [গান-৭৬৬] [তথ্য]