বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: কুনুর নদীর ধারে ঝুনুর ঝুনুর বাজে
কুনুর-নদীর ধারে শোন্ ডাকছে বালি-হাঁস।
মানিক জোড়ের ঝুমকো প'রে হাসছে নীল আকাশ॥
ওদের সাথে হায়,
মন বাইরে যেতে চায়।
বাঁশি হাতে নিলে, পরান আরো হয় উদাস॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়
না। সম্ভবত
কবি এটি রচনা করেছিলেন ১৯৪১-৪২ খ্রিষ্টাব্দের ভিতরে।
- গ্রন্থ:
-
শাল-পিয়ালের বনে [গীতিনাট্য]। ছেলের গান। নজরুল-রচনাবলী
জন্মশতবর্ষ সংস্করণ। সপ্তম খণ্ড। বাংলা একাডেমী নভেম্বর
২০১২। পৃষ্ঠা: ২১২।
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২২২৯। ছেলের গান। পৃষ্ঠা:
৬৬৯]