শাল-পিয়ালের-বনে
কাজী নজরুল ইসলামের রচিত গীতিনাট্য। এই গীতিনাট্যের রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
নজরুল-রচনাবলী সপ্তম খণ্ড [জন্মশতবর্ষ সংস্করণ । বাংলা একাডেমী নভেম্বর ২০১২। পৃষ্ঠা:
২১১-২১৪] অন্তর্ভুক্ত পাঠা অনুসারে- এই গীতি-নাট্যের
গানের তালিকা দেওয়া হলো।
-
(অ) ঝুমরো। তীর ধনুক নিয়ে বল না কোথায় যাস
[তথ্য]
মেয়েটির গান
-
আমরা কেমন সুখী [তথ্য]
ছেলে এবং মেয়ের গান।
-
আমি যাবই যাব বনে [তথ্য]ছেলের গান
- কয়লা খাদে যাবো না
[তথ্য] কোরাস গান
- কুনুর নদীর ধারে-শোন্ ডাকছে
[তথ্য] ছেলের গান।
- গিরিমাটির দেশে নাই গো
[তথ্য] ছেলের গান।
- শাল পিয়ালের বনে
[তথ্য]
ঝুমরো ও নূপুরের গান।
- শোন রে ঝুমরো শোন
[তথ্য]মেয়ের গান।
- শোন্ রে নূপুর পাহাড়তলীর মেয়ে
[তথ্য]ছেলেটির গান
- হলুদ -বরণ ঝিঙে ফুলের কাছে
[তথ্য]
মেয়ের গান