বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
হলুদ-বরণ ঝিঙে ফুলের কাছে,
হলুদ-বরন ঝিঙে ফুলের কাছে,
দেখ্ না কেমন দুটি ফিঙে নাচে॥
দেখ্ না চেয়ে ভাই,
মোর শ্যামলী গাই।
মায়ের মতন কেমন চেয়ে আছে॥
আজ মানা বনে যেতে
আমি বসব আঁচল পেতে।
তুই বাঁশি বাজা বসে অশথ্-গাছে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় নি। সম্ভবত
কবি এটি রচনা করেছিলেন ১৯৪১-৪২ খ্রিষ্টাব্দের ভিতরে।
- গ্রন্থ:
-
শাল-পিয়ালের বনে [গীতিনাট্য]। ছেলের গান। নজরুল-রচনাবলী
জন্মশতবর্ষ সংস্করণ। সপ্তম খণ্ড। বাংলা একাডেমী নভেম্বর
২০১২। পৃষ্ঠা: ২১২।
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি
২০১২)। ২২৭৯ সংখ্যক গান।
গীতিনাট্য : 'শাল-পিয়ালের বনে'। মেয়ের গান)। পৃষ্ঠা: ৬৮৩।