বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: গিরি মাটির দেশে গো নাই যদি আর ফিরি
গিরি মাটির দেশে গো নাই যদি আর ফিরি,
আমার কথা বলবে কেঁদে ঝরনা ঝিরিঝিরি॥
কয়লাখাদে উঠবে ধোঁওয়া, চাঁদ ঢাকবে মেঘে,
(সই) চাঁদের বুকে আমার কালো ছায়া উঠবে জেগে
আমার নূপুর বাজাবে গো শিরীষ পাতা জিরিজিরি॥
আমার কনে বৌ-এক বুকে বাজবে বাঁশি একা
রামধনুতে হারানো মোর ধনুক যাবে দেখা!
তাল-পুকুরে শালুক হয়ে, যার আশাপথ রইব চেয়ে –
দেখলে তারে অমনি ক’রে যাব ধীরি ধীরি॥