বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ডাল মেল, পত্র মেল, ওরে তরুলতা
		
			
ডাল মেল, পত্র মেল, ওরে তরুলতা!
									কইতে পার, কইতে পার আমার প্রাণের বনধু গেল কোথা 
									(রে)॥
									ও তরু, তোর পাতার কোলে
									ফোটা ফুলের হাসি দোলে (রে)।
									সে কি তোর কুসুমের মালা গেলে বসেছিল হোথা 
									(রে)॥
									তোর ফুল ঝরে যে যথা
									তোর ছায়া থাকে যথা।
									ঢেউ-এর মালা গলায় পরে নাচিস নদী জল,
									তরী বেয়ে বন্ধু আমার কোথায় গেল বল।
									চাঁদের তিলক প’রে আকাশ
									হেসে হেসে কেন তাকাস্?
									তোর চাঁদ কি জানে, মোর আকাশের চাঁদেরই বারতা॥
			
		
	- 
	রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৯ মাস।
	
 
 
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি 
				২০১২)। ২২৩৮
				সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৭১]
- রেকর্ড: এইচএমভি [মার্চ ১৯৩৯ (ফাল্গুন-চৈত্র ১৩৪৫)। এন ১৭২৬০। শিল্পী পারুল সেন। সুর: নজরুল ইসলাম]
- স্বরলিপি ও স্বরলিপিকার:  সেলিনা হোসেন
	
	[নজরুল সঙ্গীত স্বরলিপি, তেতাল্লিশতম খণ্ড, আষাঢ় ১৪২৫] গান সংখ্যা ৮। পৃষ্ঠা: 
	৪৫-৪৯ [নমুনা]
 
- পর্যায়:
		- বিষয়াঙ্গ: প্রেম ও প্রকৃতি
- সুরাঙ্গ: পল্লীগীতির সুর