বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: এ কোন্ পাগল পথিক ছুটে এলো বন্দিনী মা'র আঙ্গিনায়।
	
	
		
	
	এ কোন্ পাগল পথিক ছুটে এলো বন্দিনী মা'র আঙ্গিনায়। 
ত্রিশ কোটি ভাই মরণ-হরণ গান গেয়ে তাঁর সঙ্গে যায়॥
			
           অধীন দেশের বাঁধন-বেদন
			
           
	কে এলো রে করতে ছেদন?
			
শিকল-দেবীর বেদীর বুকে মুক্তি-শঙ্খ কে বাজায়॥
	
মরা মায়ের লাশ কাঁদে ঐ অভিমানী ভা'য়ে ভা'য়ে
	
বুক-ভরা আজ কাঁদন কেঁদে আনল মরণ-পারের মায়ে।
           
	পণ করেছে এবার সবাই
           
	পর-দ্বারে আর যাব না ভাই!
মুক্তি সে তো নিজের প্রাণে, নাই ভিখারির প্রার্থনায়॥
শাশ্বত যে সত্য তাঁরি ভুবন ভ’রে বাজলো ভেরী,
অসহ্য আজ নিজের বিষেই মরলো ও-তার নাইকো দেরী।
           
		হিংসুকে নয়, মানুষ হ'য়ে
           
		আয় রে, সময় যায় যে ব'য়ে!
মরার মতন মরতে, ওরে মরণ ভীতু! ক’জন পায়॥
ইস্রাফিলের শিঙ্গা বাজে আজকে ঈশান-বিষাণ সাথে,
প্রলয় রাগে নয় রে এবার ভৈরবীতে দেশ জাগাতে।
           
	পথের বাধা স্নেহের মাথায়
           
	পায় দ'লে আয় পায় দ'লে আয়!
রোদন কিসের? আজ যে বোধন-
বাজিয়ে বিষাণ উড়িয়ে নিশান আয় রে আয়॥
	
		
	
	
	- রচনাকাল:  মুজফ্ফর 
	আহমেদ তাঁর  'কাজী নজরুল ইসলাম স্মৃতিকথা'য় এই গানটি রচনার প্রেক্ষাপট সম্পর্কে 
	লিখেছেন- 
	'১৯২১ সালের বিরাট অসহযোগ আন্দোলন তখন 
	চলেছিল। তারই জন্যে এই গানটি লেখার অনুরোধ নজরুলকে করা হয়েছিল। সে শুধু গানটি 
	যে লিখেছিল তা নয়, মিছিলে ও মিটিং-এ গানটি সে গেয়েওছিল। আমি যতটা মনে করতে 
	পারছি, গান্ধীজীকে লক্ষ্য ক'রে এটাই ছিল নজরুলের লেখা প্রথম গান। খানিকটা 
	গান্ধীবাদও এই গানের ভিতরে আছে। যেমন, "মুক্তি সে ত নিজের প্রাণে, নাই ভিখারীর 
	প্রার্থনায়।" কংগ্রেসের গয়া অধিবেশনে সভাপতি চিত্তরঞ্জন দাশও বলেছিলেন যে, 
	স্বরাজ? সে তো প্রাণে প্রাণে অনুভব করার ব্যাপার ! সংজ্ঞা দিয়ে তা কি কখনও 
	বোঝানো যায়? এই গানটির সুর কিন্তু লোকের প্রাণে পৌঁছেছিল। ৭ই জুলাই (১৯২১) 
	তারিখে রথযাত্রার সময়ে নজরুল আর আমি যখন শ্রীইন্দ্রকুমার সেনগুপ্তদের বাড়ীর 
	ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে ঘোড়ার গাড়ীতে রথ দেখাতে রাস্তায় বা'র হয়েছিলাম তখন 
	নজরুলকে দেখিয়ে একটি ছোট ছেলে আর একটি ছোট ছেলেকে বলছিল, "দেখ্, ওই পাগল পথিক 
	যাচ্ছে।"
	
	সম্ভবত নজরুল এই সূত্রে , গানটি লিখেছিলেন ৭-৮ জুলাই ১৯২১ (২৩-২৪ 
	আষাঢ় ১৩২৮) তারিখে। এই সময় নজরুলের বয়স ছিল ২২ বৎসর 
	১-২ মাস।
	- গ্রন্থ:
	বিষের 
	বাঁশি। প্রথম সংস্করণ [১৬ই শ্রাবণ ১৩৩১ 
	বঙ্গাব্দ (শুক্রবার ১ আগষ্ট ১৯২৪ খ্রিষ্টাব্দ)। 
	শিরোনাম:
	পাগল 
	পথিক]
	
- পত্রিকা: 
	মোসলেম 
	ভারত [ভাদ্র ১৩২৮ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯২১)। শিরোনাম: গান। সুর-মেঘ-ছায়ানট, 
	তাল- দাদরা]
	
- পর্যায়:
	- বিষয়াঙ্গ: স্বদেশ
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী
	- রাগ: মেঘ-ছায়ানট
- তাল: দাদরা