বিষের বাঁশী

কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ। ১৩৩১ বঙ্গাব্দের ১৬ই শ্রাবণ মাসে (শুক্রবার ১ আগষ্ট ১৯২৪) গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল। প্রকাশক ছিল- ছিলেন কবি নিজেই। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল হুগলি থেকে। মুদ্রণ সংখ্যা ছিল ২২০০। পৃষ্ঠা সংখ্যা ছিল ৪+৬০। মূল্য ছিল এক টাকা ছয় আনা। দ্বিতীয় সংস্কারণ প্রকাশিত হয়েছিল ১৩৫২ বঙ্গাব্দের শ্রাবণ মাসে। প্রকাশক ছিল ১২/১ সারেঙ্গ লেন, তালতলা, কলকাতা।

উল্লেখ্য, ১৯২৪ খ্রিষ্টাব্দের ২২ অক্টোবর (বুধবার ৫ কার্তিক ১৩৩১), বাংলা সরকার ১০২৭ নম্বর গেজেট বিজ্ঞপ্তি মারফত ফৌজদারি বিধির ৯৯-ক ধারা অনুসারে 'বিষের বাঁশী' নিষিদ্ধ ঘোষণা করে।

বিষের বাঁশি প্রথম সংস্করণ
নজরুল ইসলাম 'বিষের বাঁশী' কাব্যগ্রন্থের ভূমিকা হিসেবে যুক্ত করেছিলেন 'প্রথম সংস্করণের কৈফিয়ৎ'। এই ভূমিকায় তিনি লিখেছিলেন-

" অগ্নিবীণা দ্বিতীয় খণ্ড' নাম দিয়ে তাতে যে-সব কবিতা ও গান দেবো ব'লে এতকাল ধ'রে বিজ্ঞাপন দিচ্ছিলাম, সেই সব কবিতা ও গান দিয়ে 'বিষের বাশী' প্রকাশ করিলাম।'
        [' ;প্রথম সংস্করণের কৈফিয়ৎ]

গ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল মিসেস এ,. রহমানকে | (মাসুদা খাতুন)
        [উৎসর্গ]

গ্রন্থটিতে মোট ২৭টি গান ও কবিতা অন্তর্ভুক্ত হয়েছিল। এর ভিতরে ১৯টি গান ছিল। এর ভিতরে ১৩টি গান পূর্বেই পত্রিকান্তরে প্রকাশিত হয়েছিল। নতুন গান ছিল ৬টি। কবিতা অন্তর্ভুক্ত হয়েছিল ৮টি। এর ভিতরে পূর্বে প্রকাশিত কবিতা ছিল ৪টি এবং নূতন কবিতা ছিল ৪টি।

গ্রন্থসূচি:
  1. অভয়-মন্ত্র: বল, নাহি ভয়, নাহি ভয়  [তথ্য]
  2. অভিশাপ
  3. আত্মশক্তি: গান: এসো বিদ্রোহী মিথ্যা-সূদন  [তথ্য]
  4. [আয় রে আবার আমার চির-তিক্ত প্রাণ!]
  5. উদ্বোধন: গান: বাজাও প্রভু বাজাও ঘন বাজাও  [তথ্য]
  6. চরকার গান: গান: ঘোর্‌ ঘোর্‌ রে ঘোর্‌ রে আমার [তথ্য]
  7. জাগৃহি
  8. জাতের বজ্জাতি: গান: জাতের নামে বজ্জাতি সব [তথ্য]
  9. ঝড় [পশ্চিম তরঙ্গ]
  10. তূর্য-নিনাদ : গান: আজ ভারত-ভাগ্য-বিধাতার [তথ্য]
  11. পাগল পথিক: গান: এ কোন্‌ পাগল পথিক ছুটে এলো [তথ্য]
  12. ফাতেহা-ই-দোয়াজ্-দহম্ [আবির্ভাব]
  13. ফাতেহা-ই-দোয়াজ্-দহম্ [তিরোভাব]
  14. বন্দনা-গান [গান: শিকলে যাদের উঠেছে বাজিয়া [তথ্য]
  15. বন্দিবন্দনা [গান: আজি রক্ত নিশি-ভোরে [তথ্য]
  16. বিজয়-গান [গান: ঐ অভ্র-ভেদী তোমার ধ্বজা [তথ্য]
  17. বিদ্রোহী বাণী: গান: দোহাই তোদের! এবার তোরা সত্যি করে [তথ্য]
  18. বোধন [গান: দুঃখ কি ভাই, হারানো সুদিন  [তথ্য]
  19. ভূত ভাগানোর গান [গান: ঐ তেত্রিশ কোটি দেব্‌তাকে [তথ্য]
  20. মরণ-বরণ: [গান: এসো এসো এসো ওগো মরণ [তথ্য]
  21. মুক্ত-পিঞ্জর
  22. মুক্ত-বন্দি: [গান: বন্দী তোমায় ফন্দি-কারার  [তথ্য]
  23. মুক্তি-সেবকের গান: [গান: ও ভাই মুক্তি-সেবক দল  [তথ্য]
  24. যুগান্তরের গান: [গান: বল ভাই মাভৈঃ মাভৈঃ [তথ্য]
  25. শিকল-পরার গান: [গান: এই শিকল পরা ছল [তথ্য]
  26. সত্য-মন্ত্র: [গান: পুঁথির বিধান যাক পুড়ে তোর [তথ্য]
  27. সেবক

সূত্র: