বিষের বাঁশী
কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ। ১৩৩১ বঙ্গাব্দের ১৬ই শ্রাবণ মাসে (শুক্রবার ১ আগষ্ট ১৯২৪) গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল। প্রকাশক ছিল- ছিলেন কবি নিজেই। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল হুগলি থেকে। মুদ্রণ সংখ্যা ছিল ২২০০। পৃষ্ঠা সংখ্যা ছিল ৪+৬০। মূল্য ছিল এক টাকা ছয় আনা। দ্বিতীয় সংস্কারণ প্রকাশিত হয়েছিল ১৩৫২ বঙ্গাব্দের শ্রাবণ মাসে। প্রকাশক ছিল ১২/১ সারেঙ্গ লেন, তালতলা, কলকাতা।গ্রন্থসূচি:" অগ্নিবীণা দ্বিতীয় খণ্ড' নাম দিয়ে তাতে যে-সব কবিতা ও গান দেবো ব'লে এতকাল ধ'রে বিজ্ঞাপন দিচ্ছিলাম, সেই সব কবিতা ও গান দিয়ে 'বিষের বাশী' প্রকাশ করিলাম।'
[' ;প্রথম সংস্করণের কৈফিয়ৎ]
গ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল মিসেস এ,. রহমানকে | (মাসুদা খাতুন)
[উৎসর্গ]
গ্রন্থটিতে মোট ২৭টি গান ও কবিতা অন্তর্ভুক্ত হয়েছিল। এর ভিতরে ১৯টি গান ছিল। এর ভিতরে ১৩টি গান পূর্বেই পত্রিকান্তরে প্রকাশিত হয়েছিল। নতুন গান ছিল ৬টি। কবিতা অন্তর্ভুক্ত হয়েছিল ৮টি। এর ভিতরে পূর্বে প্রকাশিত কবিতা ছিল ৪টি এবং নূতন কবিতা ছিল ৪টি।