বিষের বাঁশী
কাজী নজরুল ইসলাম
শিকল-পরার গান
রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। "ব্রহ্মমোহন ঠাকুর" -সম্পাদিত নজরুল-সঙ্গীত, আদি স্বরলিপি সংগ্রহ' [নজরুল ইনস্টিটিউট, আশ্বিন ১৪০৬। অক্টোবর ১৯৯৯)। পৃষ্ঠা: ৯-১০।] থেকে জানা যায়- "১৯২৩ সালে হুগলী জেলে থাকাকালীন রচিত এই গানটির স্বরলিপি কবি স্বয়ং করেছিলেন। পরবর্তীকালে প্রকাশিত অন্য স্বরলিপিকারের সুরে ঈষৎ পার্থক্য রয়েছে। কবিকৃত এই স্বরলিপিটির মূল্য ঐতিহাসিক।"এই শিকল পরা ছল মোদের এ শিকল-পরা ছল।
এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল॥
তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়,
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়।
এই বাঁধন প'রেই বাঁধন-ভয়কে কর্ব মোরা জয়,
এই শিকল-বাঁধা পা নয় এ শিকল ভাঙা কল॥
তোমার বন্ধ ঘরের বন্ধনীতে কর্ছ বিশ্ব গ্রাস,
আর ভয় দেখিয়েই ক'র্বে ভাবছ বিধির শক্তি হ্রাস
সেই ভয়-দেখানো ভূতের মোরা ক'র্বো সর্বনাশ,
এবার আন্বো মাভৈঃ বিজয়-মন্ত্র বল-হীনের বল॥
তোমরা ভয় দেখিয়ে কর্ছ শাসন জয় দেখিয়ে নয়;
সেই ভয়ের টুঁটি ধর্ব টিপে কর্ব তারে লয়।
মোরা আপনি ম'রে মরার দেশে আন্ব বরাভয়,
প'রে ফাঁসি আন্ব হাসি মৃত্যু-জয়ের ফল॥
ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল-ঝঞ্ঝনা,
এ যে মুক্তি-পথের অগ্রদূতের চরণ-বন্দনা!
এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হান্ছে লাঞ্ছনা,
মোদের অশ্রু দিয়েই জ্ব'লবে দেশে আবার বজ্রানল॥