বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
বল
নাহি ভয় নাহি ভয়
তাল: দাদ্রা
বল নাহি ভয় নাহি ভয়!
বল্
মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!
তুই নির্ভর কর্ আপনার' পর্ আপন পতাকা কাঁধে তুলে ধর্
ওরে যে যায় যাক্ সে, তুই শুধু বল্ 'আমার হয়নি লয়'!
বল
'আমি আছি', আমি পুরুষোত্তম, আমি চির-দুর্জয়!
বল্ মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!!
যে গেল সে নিজেরে নিঃশেষ করি' তোদের পাত্র দিয়ে গেল ভরি'!
ঐ বন্ধ মৃত্যু পারেনি ক' তাঁরে পারেনি করিতে লয়!
তাই আমাদের মাঝে নিজেরে বিলায়ে সে আজি শান্তিময়
বল্
মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!!
ওরে রুদ্র তখনি ক্ষুদ্রেরে গ্রাসে আগেই যবে সে ম'রে থাকে ত্রাসে
ওরে আপনার মাঝে বিধাতা জাগিলে বিশ্বে সে নির্ভয়
এই ক্ষুদ্র কারায় কভু কি ভয়াল ভৈরব বাঁধা রয়?
বল্ মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!!
ওরে আত্ম-অবিশ্বাসী, ভয়ে-ভীত! কেন হেন ঘন অবসাদ চিত
বল্ পর-বিশ্বাসে পর-মুখপানে চেয়ে কি স্বাধীন হয়?
তুই আত্মাকে চিন্, বল 'আমি আছি' 'সত্য আমার জয়'!
বল্ মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!!
-
রচনা ও প্রকাশকাল: এই গানটি রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় নি।
১৯২৪ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ ১৩৩১) মাসে প্রকাশিত 'বিষের বাঁশী' কাব্যে
অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৫ বৎসর ২
মাস।
- গ্রন্থ:
-
বিষের বাঁশি
- প্রথম সংস্করণ [১৬ই শ্রাবণ ১৩৩১
বঙ্গাব্দ (শুক্রবার ১ আগষ্ট ১৯২৪ খ্রিষ্টাব্দ)। শিরোনাম:
অভয়-মন্ত্র]
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন প্রথম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৩,
মে ২০০৬। বিষের বাঁশী। অভয়-মন্ত্র। পৃষ্ঠা: ১১৯-১২০।
- রেকর্ড:
এইচএমভি [আগষ্ট ১৯৪৮ (আষাঢ়-শ্রাবণ ১৩৫৫)। এন ২৭৮৮১।
শিল্পী: সত্য
চৌধুরী।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- সুরকার:
নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: উদ্দীপনা
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দ্রুত:
দাদরা
- গ্রহস্বর: না