বিষের বাঁশী
কাজী নজরুল ইসলাম
অভয়-মন্ত্র
	
	কোরাস:     বল   নাহি ভয় নাহি ভয়!
	               
	বল্   
	মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!
	                
	বল   হউক গান্ধি বন্দি, 
	মোদের সত্য বন্দি নয়।
                
	বল   মাভৈ মাভৈ, পুরুষোত্তম জয়।
               
	তুই   নির্ভর কর্ আপনার' পর্ 
	                           
	আপন পতাকা কাঁধে তুলে ধর্
	ওরে   যে যায় যাক্ সে, তুই শুধু বল্ 'আমার হয়নি লয়'!
 বল   
	'আমি আছি', আমি পুরুষোত্তম, আমি চির-দুর্জয়!
	               
	বল্    নাহি ভয় নাহি ভয়!
	                
	বল    মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!!
	
	               
	তুই   চেয়ে দেখ ভাই, আপনার 
	মাঝে,
                            
	সেথা জাগ্রত ভগবান বাজে,
	নিজ    বিধাতারে মান, আকাশ গলিয়া ক্ষরিবে রে বরাভয়!
	তোর   বিধাতার ধাতা বিধাতা, বিধাতা কারা-রুদ্ধ কি হয়?
                
	বল        নাহি ভয়, নাহি ভয়,
                
	বল        মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!!
	
	                
	আজি     বক্ষের তোর ক্ষীরোদ-সাগরে
                                        
	অচেতন নারায়ণ ঘুম-ঘোরে
	শুধু    লক্ষ্মীর ভোগ লক্ষ্য তাঁহার নয় কিছুতেই নয়!
	তোর  অচেতন চিতে জাগা রে চেতনা নারায়ণ চিন্ময়!
                
	বল        নাহি ভয়, নাহি ভয়,
                
	বল        মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!!
	
	                
	ঐ      নিরযাতকের বন্দি-কারায়
                         
	সত্য কি কভু শক্তি হারায়?
	ক্ষীণ    দুর্বল বলে খণ্ড 'আমি'র হয় যদি পরাজয়,
	ওরে    অখণ্ড আমি চির-মুক্ত সে, অবিনাশী অক্ষয়!
                
	বল        নাহি ভয়, নাহি ভয়,
                
	বল        মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!!
                 
	
                
	ওরে    সত্য যে চির-স্বয়ম্ প্রকাশ,
                          
	রোধিবে কি তারে কারাগার ফাঁস?
	ঐ    অত্যাচারীর সত্য পীড়ন? আছে তার আছে ক্ষয়!
	সেই  সত্য মোদের ভাগ্য-বিধাতা, যাঁরা হাতে শুধু রয়।
                
	বল        নাহি ভয়, নাহি ভয়,
                
	বল        মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!!
	
	                 
	 যে   গেল সে নিজেরে নিঃশেষ করি' 
	                       
	 তোদের পাত্র দিয়ে গেল ভরি'!
ঐ     
	 বন্ধ মৃত্যু পারেনি ক' তাঁরে পারেনি করিতে লয়!
তাই   আমাদের মাঝে নিজেরে বিলায়ে সে আজি শান্তিময়
	                
	বল   নাহি ভয়, নাহি ভয়,
	               
	বল্   
	মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!!
               
	
	               
	ওরে   রুদ্র তখনি ক্ষুদ্রেরে গ্রাসে 
	                       
	আগেই যবে সে ম'রে থাকে ত্রাসে
ওরে   আপনার মাঝে বিধাতা জাগিলে বিশ্বে সে নির্ভয়
	ঐ      
	শূদ্র কারায় কভু কি ভয়াল ভৈরব বাঁধা রয়?
	                 
	বল   নাহি ভয়, নাহি ভয়,
                
	বল্   মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!!
	
	ঐ    কারা ঐ বেড়ি কভু কি বিপুল 
	বিধাতার ভার সয়?
	ওরে  যে হয় বন্দি হতে দে, শক্তি-আত্মার আছে জয়।...
                 
	বল   নাহি ভয়, নাহি ভয়,
	               
	 বল্   মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!!
	
               
	ওরে   আত্ম-অবিশ্বাসী, ভয়ে-ভীত! 
	                        
	কেন হেন ঘন অবসাদ চিত?
 বল্   
	পর-বিশ্বাসে পর-মুখপানে চেয়ে কি স্বাধীন হয়?
 তুই   
	আত্মাকে চিন্, বল 'আমি আছি' 'সত্য আমার জয়'!
	                 
	বল   নাহি ভয়, নাহি ভয়,
	               
	 বল্   মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!!
	                 
	বল   হউক গান্ধি বন্দি, 
	মোদের সত্য বন্দি নয়।
রচনা ও প্রকাশকাল: ১৯২৪ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ ১৩৩১) মাসে প্রকাশিত ' বিষের বাঁশী' কাব্যে 'অভয়-মন্ত্র' শিরোনামে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই বিচারে ধারণা করা যায়, গানটি ১৩৩১ বঙ্গাব্দের শ্রাবণ মাসের আগে রচিত। ব্রহ্মমোহন ঠাকুর তাঁর 'নজরুল সঙ্গীত নির্দেশনা' গ্রন্থে [কবি নজরুল ইনস্টিটিউট, জুন ২০১৮, পৃষ্ঠা৫০০] গানটির রচনাকাল উল্লেখ করেছেন 'জুন-জুলাই ১৯২২'। কিন্তু ব্রহ্মমোহন ঠাকুর কোনো তথ্যসূত্র উল্লেখ করেন নি। 'বিষের বাঁশী' গ্রন্থের প্রকাশকালের বিচারে গানটিকে নজরুলের বয়স ছিল ২৫ বৎসর বয়সের গান হিসেবে ধরা হলো।