বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম:
ও ভাই মুক্তি-সেবক দল
 
                
'
মুক্তি-সেবকের গান' 
ও ভাই     মুক্তি-সেবক দল!
তোদের    কোন্ ভায়ের আজ বিদায়-ব্যথায় নয়ন ছল-ছল॥
ঐ            কারা ঘর্ নয় হারা-ঘর,
               হোথাই মেলে মা'র-দেওয়া বর রে।
ওরে         হোথাই মেলে বন্দিনী মা'র বুক-জুড়ানো কোল!
               তবে কিসের রোদন-রোল?
তোরা       মোছ্রে আঁখির জল! ও ভাই মুক্তি-সেবক দল॥
আজ         কারায় যারা, তাদের তরে
               গৌরবে বুক উঠুক ভ'রে রে,
মোরা        ওদের মতই বেদ্না ব্যথা মৃত্যু আঘাত হেসে,
বরণ         যেন করতে পারি মা'কে ভালোবেসে।
ওরে         স্বাধীনকে কে বাঁধতে পারে বল্? ও ভাই মুক্তি-সেবক দল॥
ও ভাই      প্রাণে যদি সত্য থাকে তোর 
              
মর্বে নিজেই মিথ্যা, ভীরু চোর!
মোরা        কাঁদব না আজ যতই ব্যথায় পিষুক কল্জে-তল!
                মুক্তকে কি রুখতে পারে অসুক পশুর দল?
মোরা         কাঁদব যেদিন আস্বে তারা আবার ফিরে রে,
                কাঙালিনী মায়ের আমার আঙিনা-তল।
                ও ভাই মুক্তি-সেবক দল॥ 
	- 
	রচনা ও প্রকাশকাল: এই গানটি রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় নি। 
১৯২৪ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ ১৩৩১) মাসে প্রকাশিত 'বিষের বাঁশী' কাব্যে 
অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৫ বৎসর ২ 
	মাস।
 
 
- 
গ্রন্থ:
	বিষের বাঁশি। প্রথম সংস্করণ [১৬ই শ্রাবণ ১৩৩১ 
	বঙ্গাব্দ (শুক্রবার ১ আগষ্ট ১৯২৪ খ্রিষ্টাব্দ)। শিরোনাম:
	মুক্তি-সেবকের গান।