বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: পুঁথির বিধান যাক পুড়ে তোর, বিধির
বিধান সত্য হোক
পুঁথির বিধান যাক পুড়ে তোর, বিধির বিধান সত্য হোক!
(এই) খোদার উপর খোদকারী তোর মানবে না আর সর্বলোক॥
নানান মুনির নানান মত্ যে, মানবি বল্ সে কার শাসন?
কয়জনার বা রাখবি মন?
একজনকে মানলে করবে আর এক সমাজ নির্বাসন, চারদিকে শৃঙ্খল বাঁধন!
সকল পথের লক্ষ্য যিনি চোখ পুরে নে তাঁর আলোক॥
জাতের চেয়ে মানুষ সত্য, অধিক সত্য প্রাণের টান
প্রাণ-ঘরে সব এক সমান।
বিশ্ব-পিতার সিংহ-আসন প্রাণ বেদীতেই অধিষ্ঠান,
আত্মার আসন তাইত প্রাণ।
জাত-সমাজের নাই সেথা ঠাই জগন্নাথের সাম্য লোক
জগন্নাথের তীর্থ লোক॥
চিনেছিলেন খ্রিস্ট, বুদ্ধ, কৃষ্ণ, মোহাম্মদ ও রাম
মানুষ কী আর কী তার দাম!
(তাই) মানুষ যাদের করত ঘৃণা, তাদের বুকে দিলেন স্থান,
গন্ধী আবার গান সে-গান।
(তোরা) মানব-শত্রু, তোদেরই হায় ফুটল না সেই জ্ঞানের চোখ॥
- রচনাকাল ও স্থান:
এই গানটি রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় নি।
১৯২৪ খ্রিষ্টাব্দের ১ আগষ্ট (শ্রাবণ ১৩৩১) 'বিষের বাঁশী' কাব্যে
অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৫ বৎসর
২ মাস।
-
গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)।
২৩৩৩ সংখ্যক গান।
-
নজরুল সঙ্গীত স্বরলিপি,
আটচল্লিশতম খণ্ড। স্বরলিপিকার: ইদ্রিস আলী। [কবি নজরুল ইন্সটিটিউট,
কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ১০৬-১১২]
[নমুনা]
-
রেকর্ড: এইচএমভি।
এপ্রিল। ১৯২৬ (চৈত্র ১৩৩২-বৈশাখ ১৩৩৩)।
পি ৭৩৫৭। শিল্পী:
হরেন্দ্রনাথ দত্ত। রেকর্ড বুলেটিনে উল্লেখ ছিল- 'সুবিখ্যাত কবি নজরুল
ইসলাম রচিত দুইখানি মনোহর সঙ্গীত আমাদের জনপ্রিয় গায়ক শ্রীযুক্ত হরেন্দ্র দত্ত
মহাশয় গাহিয়াছেন।" অপর গানটি ছিল-
দোহাই তোদের! এবার তোরা সত্যি করে
[তথ্য]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: উদ্দীপনা
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
- তাল:
দ্রুত
দাদরা
- গ্রহস্বর: মা