বিষের বাঁশী
কাজী নজরুল ইসলাম

                    'উদ্বোধন'
                      [গান]

 

            বাজাও প্রভু বাজাও ঘন বাজাও
ভীম      বজ্র-বিষাণে দুর্জয় মহা-আহ্বান তব।
                                                বাজাও!
            অগ্নি-তূর্য কাঁপাক সূর্য
            বাজুক রুদ্রতালে ভৈরব-
            দুর্জয় মহা-আহ্বান তব, বাজাও!
            নট-মল্লার দীপক-রাগে
            জ্বলুক তাড়িত-বহ্নি আগে
ভের  রন্ধ্রে মেঘমন্দ্রে জাগাও বাণী জাগ্রত নব॥

            দুর্জয় মহা-আহ্বান তব, বাজাও!
            দাসত্বের এ ঘৃণ্য তৃপ্তি
            ভিক্ষুকের এ লজ্জা-বৃত্তি,
বিনাশ   জাতির দারুণ এ লাজ, দাও তেজ দাও মুক্তি-গরব॥
           দুর্জয় মহা-আহ্বান তব, বাজাও!

            খুন দাও নিশ্চল এ হস্তে
            শক্তি-বজ্র দাও নিরস্ত্রে,
শীর্ষ     তুলিয়া বিশ্বে মোদেরও দাঁড়াবার পুন দাও গৌরব-
            দুর্জয় মহা-আহ্বান তব, বাজাও!

            ঘুচাতে ভীরুর নীচতা দৈন্য
            প্রেরো হে তোমার ন্যায়ের সৈন্য,
শৃঙ্খলিতের টুটাতে বাঁধন আনো আঘাত প্রচণ্ড আহব
            দুর্জয় মহা-আহ্বান তব, বাজাও!

            নির্বীর্য এ তেজঃ-সূর্য্যে
            দীপ্ত করো হে বহ্নি-বীর্য্যে
শৌর্য    ধৈর্য মহাপ্রাণ দাও, দাও স্বাধীনতা সত্য বিভব
           
দুর্জয় মহা-আহ্বান তব, বাজাও!
 

রচনা ও প্রকাশ কাল: গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। গানটি প্রথম প্রকাশিত হয়েছিল 'সওগাত' পত্রিকার দ্বিতীয় বর্ষের বৈশাখ ১৩২৭ সংখ্যায়। এই গানের বিষয়ে সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন, তাঁর 'সওগাত' ও নজরুল প্রবন্ধে লিখেছেন-

"...'সওগাত ২য় বর্ষ, বৈশাখ, ১৩২৭-এ প্রকাশিত হয় নজরুলের 'উদ্বোধন' শীর্ষক একটি গান। গানটি 'বসন্ত সোহিনী-দাদরা' তালে রচিত। এটিই নজরুলের প্রথম প্রকাশিত গান। গানটি এই: বাজাও প্রভু বাজাও ঘন বাজাও..."
এরপর ' বিষের বাঁশী প্রথম সংস্করণে (শ্রাবণ ১৩৩১ বঙ্গাব্দ। আগষ্ট ১৯২৪) গানটি অন্তর্ভুক্ত হয়েছিল ' উদ্বোধন'  শিরোনামে।