এ দুর্দিন রবে না তোর আসবে শুভদিন।
নতুন আশায় বুক বাঁধ রে অন্ন-বস্ত্র হীন॥
রাত পোহাবে, এই আঁধারে রইবি না তুই ডুবে
আশার সূয উঠবে আবার পূবে,
তুই সাহস ক’রে উঠে দাঁড়া, হবে দুঃখের আয়ুক্ষীণ॥
ধর্ম জাগেন মাথার উপর, অসীম আকাশ তলে,
আজো তাহার চাঁদ-সুরযের রুদ্র আঁখি জ্বলে।
এই সুখে রাখা দুঃখ দেওয়া যাঁহার হাতের খেলা
তুই ধর দেখি রে তাহার চরণ-ভেলা,
তুই দেখ্বি সেদিন রইবি না আর এমন পরাধীন॥