বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম:
ওঠ্‌ রে চাষি, জগদ্বাসী, ধর ক'ষে লাঙ্গল
               ওঠ্‌ রে চাষি, জগদ্বাসী, ধর ক'ষে লাঙ্গল।
 আমরা      মরতে আছি − ভাল করেই মর্‌ব এবার চল্‌ ॥
মোদের      উঠান-ভরা শস্য ছিল হাস্য-ভরা দেশ
      ঐ      বৈশ্য দেশের দস্যু এসে লাঞ্চনার নাই শেষ,
ও ভাই      লক্ষ হতে টানছে তারা লক্ষ্মী মায়ের কেশ,
  আজ       মা'র কাঁদনে লোনা হ'ল সাত সাগরের জল॥
ও ভাই      আমরা ছিলাম পরম সুখী, ছিলাম দেশের প্রাণ
  তখন      গলায় গলায় গান ছিল ভাই, গোলায় গোলায় ধান,
  আজ       কোথায় বা সে-গান গেল ভাই, কোথায় সে-কৃষাণ?
ও ভাই       মোদের রক্ত জল হয়ে আজ ভ'র্‌তেছে বোতল॥
   আজ      চারদিক হ'তে ধনিক বণিক শোষণকারীর জাত
ও ভাই       জোঁকের মতন শুষ্‌ছে রক্ত, কাড়ছে থালার ভাত,
   মোর       বুকের কাছে মরছে খোকা, নাই ক' আমার হাত।
   আজ       সতী মেয়ের বসন কেড়ে খেলছে খেলা খল্‌॥
ও ভাই       আমরা মাটির খাঁটি ছেলে দূর্বাদল-শ্যাম,
   আর       মোদের রূপেই ছড়িয়ে আছেন রাবণ-অরি রাম।
     ঐ        হালের ফলায় শস্য উঠে, সীতা তাঁরি নাম,
  আজ        হ'র্‌ছে রাবণ সেই সীতারে - সেই মাঠের ফসল॥
ও ভাই       আমরা শহীদ, মাঠের মক্কায় কোরবানি দিই জান্।
   আর        সেই খুনে যে ফলছে ফসল, হর‌ছে তা' শয়তান।
 আমরা       যাই কোথা ভাই, ঘরে আগুন বাইরে যে তুফান !
  আজ        চারদিক হতে ঘিরে মারে এজিদ রাজার দল্‌॥
  আজ        জাগ্‌রে কিষাণ ! সব তো গেছে কিসের বা আর ভয়?
   এই        ক্ষুধার জোরেই করব এবার সুধার জগৎ জয়।
     ঐ        বিশ্বজয়ী দস্যুরাজার হয়কে করব নয়,
  ওরে        দেখবে এবার সভ্য জগৎ চাষার কত বল্॥