কাজলা বিলের শাপ্লা তুইল্যা আনছি গামছা
বাইন্দা,
আউলা ক্যেশী কইরে আমার, আমি বেড়াই কাইন্দা॥
বাঁধত্যাছ কি চুল,
(তুমি) তুলত্যাছ কি ফুল,
না, নাক ডাকাইয়া ঘুমাইত্যাছ সাত ব্যঞ্জন রাইন্ধ্যা?
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের
মে
১৯৩৯ (মে ১৯৩৯ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৫) এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে 'পুরানো
বলদ নতুন বৌ' নাম শ্রুতিনাটক প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১১ মাস।
গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৩৮২ পৃষ্ঠা:
৭২৮]