পুরানো বলদ নতুন বৌ
নজরুলের রচিত রেকর্ডে
প্রকাশিত শ্রুতি নাটক। নাটকটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না।
১৯৩৯ খ্রিষ্টাব্দের মে ১৯৩৯
(বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৬) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে
এই শ্রুতি নাটকের রেকর্ডে প্রকাশিত হয়েছিল। রেকর্ড নম্বর এন
১৭২৬৮।
এই নাটকের চরিত্র ছিল ৩টি। চরিত্রগুলো হলো- গাড়োয়ান, নতুন বৌ ও মা। এর ৪টি গানই ছিল
গাড়োয়ানের ছিল। গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন রঞ্জিত রায়। এই গানগুলো হলো-
- কাজলা বিলের শাপলা তুইলা [তথ্য]
- তোরে খাইবার দিব ছানি
[তথ্য]
- তোর যত শরম লাগে রে বউ
[তথ্য]
- বাপের বাড়ীর থনে নতুন বউ
[তথ্য]