বাপের বাড়ির থনে নূতন বৌ ফিরছে বাড়ি।
বলদ্ চল্ রে তাড়াতাড়ি॥
বৌ তৈরি করছে আমার লাইগ্যা নূতন গুড়ের পিঠা,
সেই পুলি-পিঠার চাইতে তার আঙ্গুল আরো মিঠা।
তা’র মুখ দেইখ্যা ফেইলা রাখি খেজুর রসের হাঁড়ি
বলদ চল রে তাড়াতাড়ি॥
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯
খ্রিষ্টাব্দের মে ১৯৩৯ (মে ১৯৩৯ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৫) এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে
'পুরানো
বলদ নতুন বৌ' নাম শ্রুতিনাটক প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১১ মাস।
গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪১৯। পৃষ্ঠা:
৭৪৬]