বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মট্কু মাইতি বাঁটকুল রায়
মট্কু মাইতি বাঁটকুল রায়
ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়
বেঁটে খাটো নিটপিটে পায়
তারা ছেৎ’রে চলে, কেৎ’রে চায়॥
পায়ে পরে গাবদা বুট আর পট্টি
আর গড়াইয়া চলে যেন গাঁঠরি ও মোটটি,
ওগো হুনুলুলু সুরে গায় গান উদভট্টি
হাঁটি হাঁটি পা পা ডাইনে বাঁয়॥
রাস্তায় তেড়ে এলো এঁড়ে এক দামড়া
ঢুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া।
ভয়ে মটকুর চোখ হয়ে গেল আমড়া
সে উলটিয়ে সাতপাক ডিগবাজি খায় হায়, হায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না।
১৯৩৪ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪১) মাসে, এইচএমভি এই গানের একটি
রেকর্র্ড প্রথম প্রকাশ করেছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১৪)। গান সংখ্যা
২৪২৩। পৃষ্ঠা: ৭৪৭।
- রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৪ (আশ্বিন-কার্তিক
১৩৪১)]। এন ৭২৯৬। শিল্পী: রঞ্জিত রায়।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- সুরকার: নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: কৌতুক গান
- সুরাঙ্গ: অর্কেস্ট্রা সম্বলিত
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: প