বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
চক্র-সুদর্শন
ছোড়কে মোহন তুম ব্যনে বনওয়ার
চক্র-সুদর্শন
ছোড়কে মোহন তুম ব্যনে বনওয়ারী।
ছিন লিয়ে হ্যয় গদা-পদম্ সব মিল করকে ব্রজনারী॥
ছার ভুজা আব দো বনায়ে
ছোড়কে বৈকুণ্ঠ ব্রিজ মে আয়ে,
রাস রচায়ে ব্রিজ্কে মোহন ব্যন্ গ্যয়ে মুরলী-ধারী॥
সত্যভামাকো ছোড়কে আয়ে
রাধা প্যারী সাথমে লায়ে,
বৈতরণী কো ছোড়কে ব্যন গ্যয়ে যমুনাকে তটচারী॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৭ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪) মাসে, টুইন রেকর্ড কোম্পানি
থেকে প্রথম প্রকাশিত হয়েছিল।
এই সময় নজরুলের বয়স ছিল
৩৮ বৎসর ১ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর
২৪৫২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৫৭।
- রেকর্ড: এইচএমভি [জুন ১৯৩৭ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪)]। এফটি ৯৯২৮। শিল্পী: মড কস্টেলো
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম,
বৈষ্ণব)
- সুরাঙ্গ: ভজন
- রাগ:
ভৈরবী
- তাল:
কাহারবা
- গ্রহস্বর:
র্স