বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:ঝুলে কদমকে ডারকে ঝুলনা পে
ঝুলে কদমকে ডারকে ঝুলনা পে কিশোরী
কিশোর।
দেখে দোউ এক এককে মুখকো চন্দ্রমা চকোর,
য়েয়সে চন্দ্রমা চকোর হোকে প্রেম নেশা বিভোর॥
মেঘ মৃদং বাজে ওহি ঝুলনাকে ছন্দ্মে
রিমঝিম্ বাদর বরসে আনন্দ্ মে,
দেখনে যুগল শ্রীমুখ চন্দকো গগন ঘেরি ঘনঘটা ঘোর॥
নব নীর বরসনে কো চাতকিনী চায়
ওয়সে গোপী ঘনশ্যাম দেখ তৃষ্ণা মিটায়,
সব দেবদেবী বন্দনা গীত গায় –
ঝরে বরসামে ত্রিভুবন কি প্রেমাশ্রুলোর॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৩ মাস।
- রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৬ (ভাদ্র-আশ্বিন ১৩৪৩)। এন ৯৭৭৮। শিল্পী:
পারুল সেন। সুর নজরুল ইসলাম]
- স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন
[নজরুল সঙ্গীত স্বরলিপি, তেতাল্লিশতম খণ্ড, আষাঢ় ১৪২৫] গান সংখ্যা ৭। পৃষ্ঠা:
৪২-৪৪ [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ: ঝুলন-গীত