বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তুমি আনন্দ ঘনশ্যাম আমি প্রেম-পাগলিনী
তুম আনন্দ ঘনশ্যাম
ম্যায় হুঁ প্রেম দিওয়ানী রাধা ।
বাঁশুরী শুন্‌ কে তোরি আয়ি মধুবন মে
        না মানু কলঙ্ক কি বাধা ॥

প্রাণ কি শূন্য গগর সার পে
আয়ি ভরণ কে যমুনা কে তীর পে
ভাব তরঙ্গ রঙ উমাঙ্গ সাজানে ম্যায়
        শুন তোহারি বাঁশুরী সাধা ॥

অনন্তকাল সে যুগ-যুগান্ত
            হৃদয় বৃন্দাবন মে,
তুম্‌হারে হাম্‌রে এহি লীলা নাথ
            চলত্‌ রহি মন মে-
মেরে সাথ রোয়েঁ প্রেম-বিগলিতা
        ভক্তি বিশাখা প্রীতি ললিতা
তুম্ কো যো চাহে মেরি তারহে সে
        রোয়ত্‌ জীব সমাধা ॥