বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: তুমি আনন্দ ঘনশ্যাম আমি প্রেম-পাগলিনী
রাধা
তাল: কাহার্বা।
তুমি আনন্দ ঘনশ্যাম আমি প্রেম-পাগলিনী
রাধা।
তব ডাক শুনে ছুটে যাই বনে আমি না মানি কুলের বাধা॥
শূন্য
প্রাণের গাগরি ঘিরে
নিতি আসি রস-যমুনার তীরে
অঙ্গ ভাসায়ে তরঙ্গ-নীরে শুনি তব বাঁশি
সাধা॥
যুগ-যুগান্ত অনন্ত কাল হৃদয়-বৃন্দাবনে
তোমাতে আমাতে
এই লীলা, নাথ! চলেছে, সঙ্গোপনে।
মোর
সাথে কাঁদে প্রেম-বিগলিতা
ভক্তি
ও প্রীতি বিশাখা-ললিতা।
তোমারে যে চায়,
মোর মতো,
হায়! সার শুধু তার কাঁদা॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর তারিখে
এইচএমভি রেকর্ড কোম্পানির সঙ্গে কবির চুক্তিপত্র হয়। ধারণা করা হয়,
চুক্তিপত্রে উল্লিখিত নতুন গানগুলো এই সময়ের কিছু আগে রচিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের ৩৭ বৎসর
৩ মাস ।
- রেকর্ড:
- এইচএমভি
রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের
স্বাক্ষরিত চুক্তিপত্র। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর (বুধবার ১৪ আশ্বিন ১৩৪৩) ।
- এইচএমভি
[মার্চ ১৯৩৭ (ফাল্গুন-চৈত্র ১৩৪৩)। এন. ৯৮৬৭।
'রূপকথা' রেকর্ড নাটক। শিল্পী: মৃণালকান্তি ঘোষ।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (নবম খণ্ড)।
প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। ২ পৌষ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ১৬ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দ। সপ্তম গান] [নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ: ভজন
- তাল:
কাহারবা