নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
নবম খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ পৌষ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ১৬ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দে। দ্বিতীয় মুদ্রণ হয়, চৈত্র, ১৪০৩ বঙ্গাব্দ/ এপ্রিল, ১৯৯৭ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, ১৯৯২ সালে তৎকালীন সরকার কর্তৃক পুনর্গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য, এই পরিষদের সভানেত্রী ছিলেন ফিরোজা বেগম। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন ফেরদৌসী রহমান, শেখ লুৎফর রহমান, বেদারউদ্দিন আহমদ, সোহরাব হোসেন, সুধীন দাশ এবং অধ্যাপক মনিরুজ্জামান ছিলেন নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।নজরুল সঙ্গীত স্বরলিপি-নবম খণ্ডের সমুদয় গানের স্বরলিপি করেছেন সুধীন দাশ। গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।
  1. ও কে উদাসী বেণু বাজায় [তথ্য]  [নমুনা]
  2. ও কে হেলেদুলে চলে (কে হেলে দুলে চলে ) [তথ্য] [নমুনা]
  3. ওরে গো-রাখা রাখাল [তথ্য] [নমুনা]
  4. কত যুগ পাই নাই তোমার দেখা [তথ্য] [নমুনা]
  5. খুলেছে আজ রঙের দোকান [তথ্য] [নমুনা]
  6. তব চঞ্চল আঁখি কেন [তথ্য] [নমুনা]
  7. তুমি আনন্দ ঘন-শ্যাম [তথ্য] [নমুনা]
  8. তুমি আমায় যবে জাগাও গুণী [তথ্য] [নমুনা]
  9. তুমি এলে কে গো চিরসাথী [তথ্য] [নমুনা]
  10. তুমি কি নিশীথ চাঁদ [তথ্য] [নমুনা]
  11. তোমার আমার এই বিরহ [তথ্য] [নমুনা]
  12. ধীরে বহো ভোরের হাওয়া [তথ্য] [নমুনা]
  13. নতুন খেজুর রস এনেছি [তথ্য] [নমুনা]
  14. নাইতে এসে ভাটির স্রোতে [তথ্য]  [নমুনা]
  15. পালিয়ে তুমি বেড়াবে কি [তথ্য] [নমুনা]
  16. প্রিয়তম এত প্রেম দিও নাগো [তথ্য] [নমুনা]
  17. ফুলবীথি এলে অতিথি [তথ্য] [নমুনা]
  18. ভাইয়ের দোরে ভাই কেঁদে যায় [তথ্য] [নমুনা]
  19. মধুকর মঞ্জীর বাজে [তথ্য] [নমুনা]
  20. যে ব্যথায় এ অন্তরতল  [তথ্য] [নমুনা]
  21. শিউলি তলায় ভোর বেলায় [তথ্য] [নমুনা]
  22. শুধু নামে যাহার এত মধু [তথ্য] [নমুনা]
  23. সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে [তথ্য] [নমুনা]
  24. সুন্দর অতিথি এসো [তথ্য] [নমুনা]
  25. হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে [তথ্য] [নমুনা]