বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: কত যুগ পাই নাই তোমার দেখা
কত যুগ পাই নাই তোমার দেখা
থাকিতে পারি না আর একা একা॥
জানি
না কোথায় থাকো
সেথায় আমারে ডাকো
মুছে এলো বুকে বঁধু স্মৃতির রেখা॥
তুমি জলধি,
তোমাতে মিশে শতেক নদী
আমি রুদ্ধ-সায়র কাঁদি নিরবধি।
দেখা
কি পাব না হায়
আশা যে
ফুরায়ে যায়
শ্রাবণে এলো গো মেঘ,
কাঁদিছে কেকা॥
- রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের
অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি
এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৪ মাস।
- রেকর্ড: টুইন। অক্টোবর ১৯৩৬ (আশ্বিন-কার্তিক ১৩৪৩)।
এফটি ৪৬০৫। শিল্পী: পদ্মরাণী গাঙ্গুলী
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (নবম খণ্ড)।
প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। ২ পৌষ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ১৬ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দ। চতুর্থ গান] [নমুনা]
- সুরকার: সুরেশ চক্রবর্তী।
- পর্যায়: