বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: তুমি আমায় যবে জাগাও গুণী
তাল: দাদ্রা।
তুমি আমায় যবে জাগাও গুণী তোমার উদার সঙ্গীতে
মোর
হাত দ'টি হয় লীলায়িত নমস্কারের ভঙ্গিতে।।
সিন্ধু জলের জোয়ার সম, ছন্দ নামে অঙ্গে মম
রূপ হলো মোর নিরুপম তোমার প্রেমের অমৃতে।।
আমার আঁখির পল্লবদল উদাস অশ্রুভারে,
ভোরের করুণ তারার মতো কাঁপে বারেবারে।
আনন্দে ধীর বসুন্ধরা, হলো চপল নৃত্যপরা
ঝরে রঙের পাগল ঝোরা তোমার চরণ রঞ্জিতে।।
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের জুন
(জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪) মাসে এইচএমভি গানটির রেকর্ড করেছিল।
এই সময় নজরুলের বয়স ছিল
৩৮ বৎসর ১ মাস।
- রেকর্ড: এইচএমভি [জুন ১৯৩৭ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪)। এন ৯৯০১। শিল্পী: রেণু বসু। সুর:
নজরুল ইসলাম]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (নবম খণ্ড)।
প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। ২ পৌষ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ১৬ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দ। অষ্টম গান] [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম।
- পর্যায়
- বিষয়াঙ্গ: ভক্তি (সাধারণ)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
দাদরা