বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নাইতে এসে ভাটির স্রোতে কল্সি গেল ভেসে
তাল: কাহার্বা
নাইতে এসে ভাটির স্রোতে কল্সি গেল
ভেসে
সেই দেশে যাইও রে কল্সি,
বন্ধু রয় যে দেশে॥
জল্কে এসে'
কাল সকালে কখন মনের ভুলে
ভাসিয়েছিলাম বন্ধুর লাগি'
খোঁপার কুসুম খুলে',
কূলে এসে লাগ্লো সে ফুল আজকে
বেলাশেষে॥
কাল্কে আমার খোঁপার কুসুম পায়নি খুঁজে যারে,-
কলসি আমার যাও রে ভেসে'
খুঁজে আনো তারে।
আমার নয়ন-জল নিয়ে যাও,
ঢেলো বন্ধুর পা'য়;
পিদিম জ্বেলে'
রইব জেগে তাহারি আশায়
আর কতদিন রইব এমন যোগিনীরই বেশে॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৭ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪)
মাসে
এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির রেকর্ড করেছিল।
এই সময় নজরুলের বয়স ছিল
৩৮ বৎসর ১ মাস।
- রেকর্ড:
এইচএমভি [জুন ১৯৩৭ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪)।
এন ৯৯১৫। শিল্পী: আভা সরকার। সুর: গিরীন চক্রবর্তী]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (নবম খণ্ড)।
প্রথম প্রকাশ [কবি নজরুল ইন্সটিটিউট। ২ পৌষ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ১৬ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দ।
১৪ সংখ্যক গান] [নমুনা]
- সুরকার: গিরীন চক্রবর্তী
- পর্যায়: