বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
তোমার আমার এই বিরহ সইব কত আর
তাল: কাহারবা
তোমার আমার এই বিরহ সইব কত আর
রইবে কত আড়াল টেনে গ্রহ-তারকার॥
তৃষিত মোর হৃদয় যাচে
এসো আমার বুকের কাছে
যেমন দূরের চাঁদকে ডাকে ব্যাকুল পারাবার॥
হাত চাহে মোর ব'সো কাছে করবো সেবা তব,
নয়ন বলে নয়ন পাতায় রাখবো হে বল্লভ।
হে নাথ তোমার তীর্থ-পথে
এ প্রাণ চাহে ধূলি হ’তে
ঘুচ্বে কবে মোদের মাঝে অসীম অন্ধকার॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৪০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৬) মাসে এইচএমভি
রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স
ছিল ৪০ বৎসর ৮ মাস।
- রেকর্ড:
এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৪০ (মাঘ-ফাল্গুন ১৩৪৬)। এন ১৭৪১৮। শিল্পী: ভবতোষ ভট্টাচার্য]
[শ্রবণ
নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (নবম খণ্ড)।
প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। ২ পৌষ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ১৬ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দ।
১১ সংখ্যক গান]
[নমুনা]
- সুরকার:
কমল
দাশগুপ্ত।
- পর্যায়
- বিষয়াঙ্গ: ভক্তি (সাধারণ)
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
দাদরা
- গ্রহস্বর: সা