বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: শুধু নামে যাঁহার এত মধু সে বঁধু কেমন
রাগ: ভৈরবী.
তাল: ফের্তা (কাহার্বা ও ত্রিতাল)
শুধু নামে যাঁহার এত মধু সে বঁধু কেমন
শুধু নাম শুনে যাঁর জাগে জোয়ার পরানে এমন॥
শুধু যাহার
বাঁশির সুরে
আমার এত নয়ন
ঝুরে
ওগো না জানি তার রূপ কেমন মদন-মোহন॥
সে বুঝি লো' অপরূপ সে চির-নতুন
বাঁশির সুরের মতো আঁখি-সকরুণ।
তারে আমি দেখি
যদি
কাঁদিব কি
নিরবধি
ওগো, যেমন ক'রে ঐ যমুনা কাঁদে অনুক্ষণ॥
- রচনাকাল
ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর
(ভাদ্র-আশ্বিন ১৩৪২) মাসে এইচএমভি
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৬ বৎসর ৩ মাস।
- রেকর্ড:
-
এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৫ (ভাদ্র-আশ্বিন ১৩৪২)। এন.৭৪০৬। শিল্পী: ইন্দুবালা। ভৈরবী-কাহারবা।]
-
এইচএমভি [নভেম্বর ১৯৩৭ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৪)। মাদার কাস্ট নং- ও.এম.সি. ৮৪৬০। শিল্পী ছিলেন কুমারী ইন্দ্রাণী দাশগুপ্তা। রেকর্ডটি বাতিল হয়।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (নবম খণ্ড)।
প্রথম প্রকাশ [কবি নজরুল ইন্সটিটিউট। ২ পৌষ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ১৬ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দ।
২২ সংখ্যক গান] [নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: প্রেম (হিন্দু ধর্ম, বৈষ্ণব)
- সুরাঙ্গ: ভজন, কীর্তনাঙ্গ সুর।
- রাগ:
ভৈরবী
- তাল:
কাহারবা