বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: শুধু নামে যাঁহার এত মধু সে বঁধু কেমন

        রাগ: ভৈরবী.
তাল: ফের্‌তা (কাহার্‌বা ও ত্রিতাল)

শুধু নামে যাঁহার এত মধু সে বঁধু কেমন
শুধু নাম শুনে যাঁর জাগে জোয়ার পরানে এমন॥
            শুধু যাহার বাঁশির সুরে
            আমার এত নয়ন ঝুরে
ওগো না জানি তার রূপ কেমন মদন-মোহন॥
সে বুঝি লো' অপরূপ সে চির-নতুন
বাঁশির সুরের মতো আঁখি-সকরুণ।
            তারে আমি দেখি যদি
            কাঁদিব কি নিরবধি
ওগো, যেমন ক'রে ঐ যমুনা কাঁদে অনুক্ষণ॥