বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
ধীরে বহ ভোরের হাওয়া ধীরে বহ ধীরে
তাল : দাদরা
ধীরে বহ ভোরের হাওয়া ধীরে বহ ধীরে
ঘুমায়ে রয়েছে প্রিয়া এই পিয়াল নদীর তীরে॥
যে ফুল ঝরিল ভোর রাতে
সে ঘুমায় তাহার সাথে
ঝরাপাতার মন্দিরে॥
শান্ত উদাস আকাশ নীরবে আছে চেয়ে'
ধীরে বহ নদী সকরুণ গান গেয়ে।
ছলছল চোখে শুক্তারা
হেরিছে পলক-হারা
তার বিদায় বেলার সঙ্গীরে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৯) মাসে
এইচএমভি
গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল।
এই মাসে নজরুল ড. গিরীন্দ্রশেখর বসুর লুনাটিক এ্যাসাইলামে
চিকিৎসাধীন ছিলেন।
- রেকর্ড:
এইচএমভি। জানুয়ারি
১৯৪৩ (পৌষ-মাঘ ১৩৪৯)। এন ২৭৩৪৯। শিল্পী: নিখিলচন্দ্র সেন। সুরকার:
সুবল দাশগুপ্ত।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (নবম খণ্ড)।
প্রথম প্রকাশ [কবি নজরুল ইন্সটিটিউট। ২ পৌষ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ১৬ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দ।
১২ সংখ্যক গান]
[নমুনা]
- সুরকার: সুবল দাশগুপ্ত।
-
পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয়