বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম : ধীরে বহ ভোরের হাওয়া ধীরে বহ ধীরে
            তাল : দাদরা
ধীরে বহ ভোরের হাওয়া ধীরে বহ ধীরে
ঘুমায়ে রয়েছে প্রিয়া এই পিয়াল নদীর তীরে॥
          যে ফুল ঝরিল ভোর রাতে
          সে ঘুমায় তাহার সাথে
                          ঝরাপাতার মন্দিরে॥
শান্ত উদাস আকাশ নীরবে আছে চেয়ে'
 ধীরে বহ নদী সকরুণ গান  গেয়ে।
          ছলছল চোখে শুক্‌তারা
          হেরিছে পলক-হারা
                   তার বিদায় বেলার সঙ্গীরে॥