বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
তুমি কি নিশীথ-চাঁদ ভাঙাতে ঘুম
তাল: ফের্তা
স্ত্রী
: তুমি কি নিশীথ-চাঁদ ভাঙাতে ঘুম
চুপি চুপি আসিলে বাতায়নে।
পুরুষ
: তুমি কি গো বন-দেবী পুষ্প-শোভিতা
চেয়ে
আছ কোন্ দূরে আনমনে॥
স্ত্রী
: তোমারে হেরিয়া ফোটে মালতী হেনা
হে
চির চেনা
পুরুষ
: সুদূর বনান্তে সমীরণ হেরি'
তোমায় হ'লো
অধীর
পাপিয়া
ডাকে বকুল বনে॥
: তব কলঙ্ক অধিক মধুর লাগে হে কলঙ্কী চাঁদ,
তোমারে হেরিয়া যত সাধ জাগে প্রাণে জাগে তত অবসাদ।
পুরুষ
: তোমার ছায়া প'ড়ে
মোর আননে
কলঙ্কী
নাম হলো মোর এই ভুবনে।
উভয়ে
: আকাশের চাঁদে কুমুদ ফুলে
মিলন হ'লো
ধরার ভুলে
অশ্রুসায়রে সঙ্গোপনে॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর
(ভাদ্র-আশ্বিন ১৩৪৪) মাসে,
এইচএমভি এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর
৩ মাস।
- রেকর্ড:
এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৭ (ভাদ্র-আশ্বিন ১৩৪৪)। এন ৯৯৫৫। শিল্পী: গিরীন
চক্রবর্তী ও হরিমতী। সুর: নজরুল ইসলাম]
- বেতার: কলকাতা বেতার। কলকাতা খ। চতুর্থ অধিবেশন। সন্ধ্যা ৯:৩০। ৪ ডিসেম্বর
১৯৩৯ (সোমবার,
১৮ অগ্রহায়ণ ১৩৪৬)।
এইচএমভি
থেকে প্রকশিত গিরীন
চক্রবর্তী ও হরিমতী'র গীত রেকর্ড বাজানো হয়েছিল।
- সূত্র:
- বেতার জগৎ। ১০ম বর্ষ, ২৩শ সংখ্যা। পৃষ্ঠা: ৯১৬
- The Indian Listener, Vol. IV, No. 23 November 1939. page 1623
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
নজরুল সঙ্গীত স্বরলিপি (নবম খণ্ড)।
প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। ২ পৌষ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ১৬ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দ। দশম গান]
[নমুনা]
-
সুরকার: কাজী নজরুল ইসলাম।
- পর্যায়
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
দাদরা