বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: নার্গিস বাগ মে বাহার কি আগ্মে
নার্গিস বাগ মে বাহার কি আগ্মে ভরা দিল্ দাগমে॥
কাঁহা মেরি পিয়ারা, আ যা পিয়ারা।
দুরু দুরু ছাতিয়া, ক্যায়সে এ রাতিয়া কাটু বিনু সাথিয়া
ঘাবরায়ে জিয়ারা, তড়পত জিয়ারা॥
দরদে দিল্ জোর, রঙ্গীলা কওসর্,
শরাবন তহুরা লাও সাকি লাও ভর্
পিয়ালা তু ধর্ দে মস্তান কর্ দে, দরদ মে ভর দে
দিল মেরী পিয়ারা, আ যা পিয়ারা॥
- রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্ট
কোনো তথ্য পাওয়া যায় না। গানটির রচনাকাল সম্পর্কে, মুজফ্ফর
আহমদ ১৯৬৬ খ্রিষ্টাব্দের ২রা আগষ্ট তারিখে লেখা এক পত্রে জানান এই গানটি নজরুল
১৯২০ খ্রিষ্টাব্দে রচনা করেছিল। ১৩৮১ বঙ্গাব্দে নজরুল একডেমী পত্রিকায় এই পত্রটি
প্রকাশিত হয়েছি। মুজফ্ফর আহমদের উল্লেখ করা সময়টি যথার্থ বলে মনে হয় না। কারণ
নজরুলের রচিত সে সময়ের সকল রচনাই অল্প সময়ের মধ্যেই পত্রিকা বা গ্রন্থে
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। রচনার ৬ বৎসর পর সেই গান পূবের হাওয়ায়
১৩৩২ বঙ্গাব্দের আশ্বিন (অক্টোবর
১৯২৫) প্রকাশিত হয়েছে- এটা কষ্ট-কল্পনা মাত্র। তাই গানটি 'পূবের হাওয়া'-তে
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশের সময়কেই বিশেষ বিবেচনা রাখা
হয়েছে। এই সময় নজরুলের বয়স ছিল ২৬ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
পূবের হাওয়া প্রথম সংস্করণে।
আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ (অক্টোবর ১৯২৫) অন্তর্ভুক্ত হয়েছিল।
শিরোনাম:
শরাবন তহুরা।
- রেকর্ড:
মেগাফোন [১৯৩৪। জেএনজি ৫৯১ (?)। শিল্পী: মিস প্রভা]