রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের
২৪ মে ১৯৪০ (শুক্রবার, ১০ জ্যৈষ্ঠ ১৩৪৭)। কলকাতা বেতারকেন্দ্র থেকে প্রচারিত নজরুলের রচিত
জাগো
সুন্দর চির কিশোর নামক নাটিকা প্রচারিত হয়। এই নাটকে প্রথম এই গানটি প্রচারিত হয়েছিল। এই সময় এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ১১ মাস।
বেতার: জাগো
সুন্দর চির কিশোর । নাটিকা। কলিকাতা বেতার
কেন্দ্র।
২৪ মে ১৯৪০ (শুক্রবার, ১০ জ্যৈষ্ঠ ১৩৪৭)।সান্ধ্য
অধিবেশন। সময়: ৫.০০-৫.৪৪ মিনিট।
সমবেত গান
[সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ ১০ম সংখ্যা [পৃষ্ঠা ৫০৯, ৫৪২]