'২৪শে মে শুক্রবারের ছোটদের আসরে কলিকাতা কেন্দ্রে "জাগো সুন্দর চিরকিশোর" নাটকটি অভিনীত হবে। এই নাটকটি রচনা করেছেন কবি কাজি নজরুল ইসলাম,- এই অনুষ্ঠানের সঙ্গীত-পরিচালনাও করিবেন তিনি।বেতার জগৎ পত্রিকার ১১শ বর্ষ ১০ম সংখ্যায় [পৃষ্ঠা ৫৪২] মুদ্রিত অনুষ্ঠান সূচী থেক এই নাটকার প্রচারের বিষয়ে যে তথ্য পাওয়া যায়, তা হলো-
ছোটদের আসরের সভাদের পক্ষে এ খুবই আনন্দের কথা। আশা করি, তারা এ দিনটির কথা ভলবে না।'
সম্প্রচার কেন্দ্র: কলিকতা কেন্দ্র
সম্প্রচারের তারিখ ও সময়: শুক্রবার, ২৪ মে ১৯৪০। ১০ জ্যৈষ্ঠ ১৩৪৭। সান্ধ্য অনুষ্ঠান। ৫.০০-৫.৪৪ মিনিট।
অনুষ্ঠানের নাম: ছোটদের আসর "জাগো সুন্দর কিশোর" (গীতিকা)
রচনা ও সঙ্গীত পরিচালনা: কাজী নজরুল ইসলাম
নাটিকাটি দুটি অঙ্কে বিভক্ত। গদ্য সংলাপের মাঝে মাঝে কবিতা ও গান যুক্ত করা হয়েছে। এই নাটকে মাত্র ২টি গান ব্যবহার করা হয়েছে। গান দুটি হলো-
উল্লেখ্য, এই নাটকে ব্যবহৃত 'চল্ চল্ চল্ চল্ চল্ চল্ (ঊর্ধ্বগগনে)' গানটি ছিল পূর্বে রচিত। অবশিষ্ট 'জাগো সুন্দর চিরকিশোর' গানটি এই নাটকের জন্য রচিত হয়েছিল।