বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তুমি আমার চোখের বালি, ওগো বনমালি
তুমি আমার চোখের বালি, ওগো বনমালি।
আমার চোখে পড়ল কখন, তোমার রূপের কালি॥
(চোখ) চাইলে ও-রূপ সইতে নারি
নয়ন মুদেও রইতে নারি,
তোমার লীলা, প্রিয়জনে কাঁদাও খালি॥
কাঁদিয়ে আমায় করলে কানা, কানাই একি লীলা,
এবার ম’রে আর জনমে যেন হই কুটিলা।
তোমার নয়ন-মণি রাইকে নিয়ে
রাখব ঘরে দুয়ার দিয়ে
চোখে চোখে সেদিন যেন হয় মিতালি॥
-
রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৫) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর
১ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি
২০১২)। ২৫৫০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৮৪।
-
নজরুল সঙ্গীত স্বরলিপি,
আটচল্লিশতম খণ্ড। স্বরলিপিকার: ইদ্রিস আলী। [কবি নজরুল ইন্সটিটিউট,
কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ৪০-৪৪] [নমুনা]
- রেকর্ড:
- টুইন
[জুলাই
১৯৩৮
(আষাঢ়-শ্রাবণ
১৩৪৫)। এফটি ১২৪৫০। শিল্পী:
কুঞ্জলাল সিংহ। সুর সুবল দাস]
- টুইন [মার্চ
১৯৪২
(ফাল্গুন-চৈত্র
১৩৪৮)। এফটি ১৩৭৫৪। শিল্পী:
সুজন মাঝি]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- ইদ্রিস আলী। ১৯৪২ খ্রিষ্টাব্দের মার্চ মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: সুজন মাঝি] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি
আটচল্লিশতম
খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে।
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণবসঙ্গীত)
- সুরাঙ্গ: মনিপুরী সুর
- তাল: দ্রুত
দাদরা
- গ্রহস্বর: সা