বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: লুকায়ে রহিলে চিরদিন শীষমহলের শার্সিতে।
লুকায়ে রহিলে চিরদিন শীষমহলের শার্সিতে।
তব রূপ শুধু রূপায়িত হল হেরেমের আর্শিতে॥
অমৃত অশ্রু মেশা পিঞ্জরে চিরবন্দিনী, চিরযোগিনী জেবুন্নেসা।
তোমার দিওয়ানে ওগো শাহাজাদী কবি
আঁকিলে যে তব বিরহ বিষাদ ছবি,
লাজ পায় তাজমহলও তাহার সকরুণ সঙ্গীতে॥
কোন্ সে তরুণ কবি তোমারে তোমার কবিতার চেয়ে সুন্দর দেখেছিল,
গোলাপ ফুলের পাপড়িতে তব ছবি প্রেম চন্দনে এঁকেছিল।
প্রিয়ার আদেশে আগুনের দাহ সহি'
পুড়িল প্রেমিক একটি কথা না কহি'
সেই মন প্রেমের মহিমা আজিও জাগে, ঝরা গোলাপের সুরভিতে॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। কাজী নজরুল ইসলাম ১৯৪১
খ্রিষ্টাব্দের শুরুর দিকে, ভারতের মুসলিম শাসনামলের প্রখ্যাত মুসলিম নারীকে নিয়ে
একটি গীতি আলেখ্য রচনার উদ্যোগ নিয়েছিলেন। এই পর্যায়ে পাঁচজন নারীকে নিয়ে তিনি
যে গীতি আলেখ্যটি রচনা করেন, তার নাম দেন 'পঞ্চাঙ্গনা'। তাঁর রচিত ও সুরারোপিত
এই পাঁচটি গানের সমন্বয়ে এই গীতি-নক্শাটি কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত
হয় ১৯৪১ খ্রিষ্টাব্দের ২৩শে আগষ্ট। সময় ছিল রাত ৮টা থেকে ৮-২৪ মিনিট পর্যন্ত।
এই
সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর ৩ মাস।
- গ্রন্থ:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)।
২৫৬৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৭৮৮।
- নজরুল সুরলিপি,
অষ্টম খণ্ড (নজরুল একাডেমী। ফেব্রুয়ারি ১৯৮৬)।
৩৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৮৬-৮৮।
[নমুনা]
-
পঞ্চাঙ্গনা। নজরুল রচনাবলী অষ্টম খণ্ড [বাংলা
একাডেমী। ১২ ভাদ্র ১৪১৫, ২৭ আগষ্ট ২০০৮। গান ৫। পৃষ্ঠা: ২৪১]
-
বেতার:
-
পঞ্চাঙ্গনা। গীতি-আলেখ্য।
কলকাতা বেতারকেন্দ্র। তৃতীয় অধিবেশন। [২৩ আগষ্ট ১৯৪১ খ্রিষ্টাব্দ (শনিবার,৭ ভাদ্র ১৩৪৮)।
রাত ৮টা থেকে ৮-২৯ মিনিট। জেবুন্নেসার গান। সুর:
নজরুল ইসলাম।]
- সুরকার :
- কাজী নজরুল ইসলাম
[নজরুল যখন বেতারে। আসাদুল হক, মার্চ ১৯৯৯]
- কমল দাশগুপ্ত।
গানটির সুরাকার কে
ছিলেন, এ বিষয় ব্রহ্মমোহন ঠাকুর তাঁর নজরুল
সঙ্গীত নির্দেশিকা,
(নজরুল ইন্সটিটিউট। মে ২০০৯, ২৩৬০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৬৬৩)
গ্রন্থে লেখেছেন
'...স্বরলিপিগ্রন্থের সুরটি কমল দাশগুপ্তের
কিন্তু বেতার অনুষ্ঠানে গানটির সুরকার ছিলেন নজরুল।'
- স্বরলিপি ও স্বরলিপিকার: কমল দাশগুপ্ত। নজরুল সুরলিপি, অষ্টম খণ্ড (নজরুল একাডেমী। ফেব্রুয়ারি
১৯৮৬)৩৪ সংখ্যক গান। জেবুন্নেসা। জীবন্তিকা। পৃষ্ঠা: ৮৬-৮৮।
[নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: প্রশস্তি [পঞ্চাঙ্গনা গীতি-আলেখ্য]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
সূত্র:
- বেতার জগৎ। ১২শ বর্ষ, ১৬শ সংখ্যা। ১৬ আগষ্ট ১৯৪১। পৃষ্ঠা: ৯৫৮