লহ লহ লহ মোহিনী মায়া আবরণ।
মায়া সুন্দর এই নাও আভরণ॥
ব্যর্থ জীবন কার অর্থ বিনে,
সংসারে লাঞ্ছিত অভাবে ঋণে,
লহ মোহ মদিরা কাম কাঞ্চন॥
ষড়ৈশ্চয এই ষড় রিপু লহ গো,
মায়ার খেলা ঘরে এসো সুখী হও,
যশঃখ্যাতি লও যাহা প্রয়োজন॥
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ১৮ অক্টোবর ১৯৩৯ (বুধবার, ১
কার্ত্তিক ১৩৪৬),
মিনার্ভা থিয়েটার মঞ্চে মহেন্দ্র গুপ্তের 'দেবী দুর্গা'
মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০
বৎসর ৪ মাস।
মঞ্চ: দেবী দুর্গা (নাটক)।
[মিনার্ভা থিয়েটার, ১৮ অক্টোবর ১৯৩৯ (বুধবার,
১ কার্ত্তিক ১৩৪৬)] দ্বিতীয় অঙ্ক। তৃতীয় দৃশ্য। মায়াকণ্যাগণের গান।