বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: শীতের হাওয়া বয় রে ভাই উদাস হাওয়া বয়
গীতি-আলেখ্য: 'জীবন-স্রোত'
শীতের হাওয়া বয় রে ভাই উদাস হাওয়া বয়।
ঘরের পানে ফিরতে রে ভাই মন যে উতল হয়॥
বেলা শেষে বাঁশির তান
নেয় যে কেড়ে বিরহী-প্রাণ
থেকো না আর মান করে রাই বাঁশির সুরে কয়।
সেই সুরে মন করে কেমন পরান পাগল হয়॥
ঐ কালো অঙ্গ রাঙা হবে
মোদের রঙের পিচকারিতে।
এসো এ শ্যাম নাইবে যদি
গুলাল-ফাগের রং-ঝারিতে॥
আজ ফাগুনের আগুন সাথে
প্রেম-আগুনে পরান মাতে,
তোমার সেই প্রেমেরই রাঙা রঙে
এসেছি শ্যাম রাঙিয়ে দিতে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
যায়
নি। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ২৭ ফেব্রুয়ারি (বৃ্হস্পতিবার ১৪ ফাল্গুন ১৩৪২),
জগৎঘটকের রচিত
জীবনস্রোত গীতি-আলেখ্য,
কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়। এই নাটকে এ গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৬ বৎসর ৭ মাস।
- বেতার:
জীবনস্রোত [গীতি-আলেখ্য। রচনা জগৎঘটক।
১৯৩৬ খ্রিষ্টাব্দের ২৭ ফেব্রুয়ারি (বৃ্হস্পতিবার ১৪ ফাল্গুন ১৩৪২),
রাত্রি ৮.০৬টায়, এটি কলকাতা বেতারে প্রচারিত
হয়েছিল।]
[সূত্র: The Inidian Listener
পত্রিকার ৭ ফেব্রুয়ারি ১৯৩৬ সংখ্যা। পৃষ্ঠা ২৩২ পৃষ্ঠা]