বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: শীতের হাওয়া বয় রে ভাই উদাস হাওয়া বয়
শীতের হাওয়া বয় রে ভাই উদাস হাওয়া বয়।
ঘরের পানে ফিরতে রে ভাই মন যে উতল হয়॥
বেলা শেষে বাঁশির তান
নেয় যে কেড়ে বিরহী-প্রাণ
থেকো না আর মান করে রাই বাঁশির সুরে কয়।
সেই সুরে মন করে কেমন পরান পাগল হয়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
যায়
নি। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ২৭ ফেব্রুয়ারি (বৃ্হস্পতিবার ১৪ ফাল্গুন ১৩৪২),
জগৎঘটকের রচিত
জীবনস্রোত গীতি-আলেখ্য,
কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়। এই নাটকে এ গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৬ বৎসর ৭ মাস।
- বেতার:
জীবনস্রোত [গীতি-আলেখ্য। রচনা জগৎঘটক।
১৯৩৬ খ্রিষ্টাব্দের ২৭ ফেব্রুয়ারি (বৃ্হস্পতিবার ১৪ ফাল্গুন ১৩৪২),
রাত্রি ৮.০৬টায়, এটি কলকাতা বেতারে প্রচারিত
হয়েছিল।]
[সূত্র: The Inidian Listener
পত্রিকার ৭ ফেব্রুয়ারি ১৯৩৬ সংখ্যা। পৃষ্ঠা ২৩২ পৃষ্ঠা]