বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: শীতের হাওয়া বয় রে ভাই উদাস হাওয়া বয়

শীতের হাওয়া বয় রে ভাই উদাস হাওয়া বয়।
ঘরের পানে ফিরতে রে ভাই মন যে উতল হয়॥
            বেলা শেষে বাঁশির তান
            নেয় যে কেড়ে বিরহী-প্রাণ
থেকো না আর মান করে রাই বাঁশির সুরে কয়।
সেই সুরে মন করে কেমন পরান পাগল হয়॥