বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: চাঁদনী রাতে রুপালি মায়ায়
	
		
					
		গীতি-আলেখ্য : ‘জীবন-স্রোত’
		চাঁদনী রাতে রুপালি মায়ায়
		আজকে কাহার ফুলবাসর।
		ফুলরূপসী ঘোমটামুখী
		কে এল রে ধরার বুকে।
		চপল হাসির লুলিত লীলায়
		করলে আমার মনকাতর॥
			
		
			
		
	
- রচনাকাল ও স্থান:   গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু 
	যায় 
	নি। ১৯৩৬ খ্রিষ্টাব্দের  ২৭ ফেব্রুয়ারি (বৃ্হস্পতিবার ১৪ ফাল্গুন ১৩৪২), 
	জগৎঘটকের রচিত
জীবনস্রোত গীতি-আলেখ্য, 
	কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়। এই নাটকে এ গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল 
	৩৬ বৎসর ৭ মাস।
 
 
- ভাবসন্ধান: 
জীবনস্রোত গীতি-আলেখ্যের 
এই গানে  চাঁদনী রাতের রুপালি আলোয় উদ্ভাসিত সৌন্দর্যকে উপস্থাপন করা হয়েছে 
রূপকল্পের অপূর্ব উপমায়। রুপালি আলোর মোহনীয় প্রকৃতিকে কল্পনা করা হয়েছে প্রকৃতির 
ফুল-বাসর হিসেবে। চাঁদকে ঘোমাটমুখী ফুলরূপসী বিশেষণে বিভূষিত করা হয়েছে। তার চপল 
হাসির মনোহর লীলায় সৌন্দর্য পিপাসীর মনকে কাতর করেছে।  
 ,
- বেতার:
জীবনস্রোত [গীতি-আলেখ্য।  
রচনা জগৎঘটক। কলকাতা বেতার কেন্দ্র। বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি 
১৯৩৬। ১৪ ফাল্গুন ১৩৪২। সান্ধ্য অনুষ্ঠান: ৮.৩০-৯.১৪ মিনিট
- সূত্র:
- বেতার জগৎ। সপ্তম বর্ষ, ৪র্থ সংখ্যা। ১৬ ফেব্রুয়ারি. ১৯৩৬। পৃষ্ঠা ১৭২
- The Inidian Listener font size.4.Vol I No 4, Page 232