বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: শ্যাম মুখ আর না হেরব সজনী।
শ্যাম মুখ আর না হেরব সজনী।
সেই দেশে যাব আমি যে দেশে শ্যাম নাই,
যে দেশে নাই সখি সচন্দ্র রজনী –
(যথা চাঁদের বুকে কলঙ্ক, সে চাঁদ আর দেব না,
যে চাঁদের বুকে চন্দ্রা থাকে, সে চাঁদ আর দেখব না,
সেই কলঙ্কী চাঁদ আর দেখব না।
সখি গো – মোরে নিয়ে চল, নিয়ে চল্‌ -
যে দেশে কালো নাই, কেবল আলো, সেথা নিয়ে চল্‌ নিয়ে চল্‌।)
মোর চির উজ্জ্বল নীল, চির নির্মল ছিল, সেথা ছিল না কলঙ্কিনী চন্দ্রা
মোর বুক হ’তে শ্যাম মণি চুরি করে মায়াবিনী নয়নে আনি তন্দ্রা।
(আমি সে দেশে রব না –
যেথা পরম সুন্দর পর পুরুষ হয়, সে দেশে রব না)।
অন্তর বাহিরে মোর যেখানে কৃষ্ণ চেয়ে আছে সতৃষ্ণ চোখে
কালার সেই কালো ঢাকিয়া সে সখি পরম শুভ্র আলোকে।
(আমি কালো মুখ আর দেখব না গো কালা দেখলে অঙ্গ জ্বালা করে
সে থাকুক পরম সুখে, রাধা বাধা দেবে না, বুকে তার থাকুক চন্দ্রা
ধ্যান মগ্না হব, গভীর বনে যাব, হব সেথা রজনীগন্ধা।)