বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: শ্যামা তুই বেদেনীর মেয়ে

        রাগ: সিন্ধু-কাফি, তাল-যৎ
শ্যামা তুই বেদেনীর মেয়ে তাই মাঠে ঘাটে বেড়াস্‌ ধেয়ে’।
তুই কোন্‌ দুখে এই ভেক নিলি মা থাকতে নিখিল ছেলেমেয়ে॥
        হেম কপালে তোর আগুন জ্বালি’
        গৌরী মেয়ে সাজলি কালি,
তুই অন্নপূর্ণা নাম ভুলিলি ভূতনাথের সঙ্গ পেয়ে॥
ডুগডুগি ঐ বাজায় মহেশ ক্ষ্যাপা বেটা গাঁজা খেযে,
তাই দেখে তুই চণ্ডী সেজে ক্ষেপে গেলি হাবা মেয়ে।
        রাজার মেয়ের একি খেয়াল
        মেরে’ বেড়াল অসুর-শেয়াল।
তুই দনব ধরে বাঁদর নাচাস্‌ কাজ নাই তোর খেয়ে দেয়ে॥