বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম:
সখি কেন এত সাজিলাম যতন করি
সখি কেন এত সাজিলাম যতন করি
জাগিয়া পোহাল হায় বিভাবরী॥
চাহিতে মুকুর পানে
সজ্জা লজ্জা হানে।
অভিমানে লুটাইয়া কাঁদে কবরী॥
সখি লুকায়ে হাসিবে সবে দেখিয়া মোরে
বল এ মুখ দেখাব আমি কেমন করে॥
সখি ঐ দেখ লোক জাগে
কেহ জাগিবার আগে
নিয়ে চল যমুনাতে ডুবিয়া মরি॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি
(পৌষ-মাঘ ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ
করেছিল।
এই
সময় নজরুলের বয়স ৩৭
বৎসর ছিল ৭
মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
৩০৩৭।
পৃষ্ঠা:
৯২৯-৯৩০]
- রেকর্ড: টুইন [জানুয়ারি ১৯৩৮ (পৌষ-মাঘ ১৩৪৪)। এফটি ৪৭৪৭। শিল্পী:
শান্তা বসু]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর