বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: সখি কেন এত সাজিলাম যতন করি
সখি কেন এত সাজিলাম যতন করি
জাগিয়া পোহাল হায় বিভাবরী॥
চাহিতে মুকুর পানে
সজ্জা লজ্জা হানে।
অভিমানে লুটাইয়া কাঁদে কবরী॥
সখি লুকায়ে হাসিবে সবে দেখিয়া মোরে
বল এ মুখ দেখাব আমি কেমন করে॥

সখি ঐ দেখ লোক জাগে
কেহ জাগিবার আগে
নিয়ে চল যমুনাতে ডুবিয়া মরি॥