বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সখি নবীন নীরদে ছাইল গগন

সখি নবীন নীরদে ছাইল গগন, নব ঘন শ্যাম কই।
দেবদারু শাখে বাঁধিয়া ঝুলনা পথ পানে চেয়ে রই॥
(চাতকীর মত পথপানে চেয়ে রই
দামিনী দমকে চমকিয়া উঠি পথপানে চেয়ে রই)
সখি কাজ আছে তার এত কি?
ঝুরে অভিমানে বনপথ-তলে বকুল কামিনী কেতকী।
পুবালি বাতাস করে হাহাকার ঝর, ঝর জল ঝরে অনিবার
যেন বেদনায় শ্রীমতী রাধার আঁধার আকাশ আজি
যমুনার জলে ভাসায়ে দে মালা চন্দন ফুল-সাজি।
(ফুল-সাজি কেন আনিলাম, ফুল সাজে কেন সাজিলাম।
বনমালী নাই, কার তরে তবে এই বনমালা গাঁথিলাম)
সখি সবার তৃষ্ণা মিটাইল আজ ঘনশ্যাম তৃষ্ণাহারী
রাধারই হৃদয় রহিল নীরস পেল নো বিন্দু বারি।
(করুণা সিন্ধুর শরণ লইয়া পেল না বিন্দু বারি
তৃষ্ণাহারীর চনণ ধরিয়া পেল না বিন্দু বারি)