যুগল মিলন
কলকাতা বেতারকেন্দ্র থেকে প্রচারিত কীর্তন গান-ভিত্তিক গীতিচিত্র। ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৮ ডিসেম্বর (শনিবার, ১৩ পৌষ ১৩৪৭) রাত ৮-৮.৪০টায় আকাশাবণী কলকাতা-ক এর তৃতীয় অধিবেশনে প্রচারিত হয়েছিল। বেতার জগৎ পত্রিকার অনুষ্ঠান সূচীতে মুদ্রিত বিবরণ অনুসারে এই গীতিচিত্র সম্পর্কে যা জানা যায়, তা হলো-
অনুষ্ঠানের নাম: যুগল মিলন 'গীতিচিত্র
সম্প্রচার কেন্দ্র:
কলকাতা বেতার কেন্দ্র
সম্প্রচারের তারিখ ও সময়: শনিবার, ২৮ ডিসেম্বর ১৯৪০। ১৩ পৌষ ১৩৪৭। তৃতীয় অধিবেশন। ৮.০০-৮.৩৯
রচনা ও সংগঠনা: কাজি নজরুল ইসলাম
সহযোগী সঙ্গীত: যন্ত্রীসঙ্ঘ
বর্ণনা: অনিল দাস
গীতি-ভূমিকায়: চিত্তরঞ্জন রায়, শৈল দেবী ও ইলা ঘোষ
খোল সঙ্গত: বিজয় সেনগুপ্ত

The Indian Listener পত্রিকায় বর্ণিত তথ্যটি ছিল- ‌'A picture in music, with Kirtan songs. Written and prepared by Kazi Nazrul Islam. Incidental music by Jantri Sangha. Narrationas By Anil Das. Presented by Chittaranjan Roy, Shaila Devi, Illa Ghose'. Khole accompaniment by Bijoy Sen Gupta'.

সূত্র:

এই গীতিচিত্রটি পুনরায় প্রচারিত হয়েছিল ১৯৪২ খ্রিষ্টাব্দের, ১৪ মার্চ (শনিবার ৩০ ফাল্গুন ১৩৪৮) রাত ৮-৮.১০টায় আকাশাবণী কলকাতা-ক এর তৃতীয় অধিবেশনে প্রচারিত হয়েছিল। এর বিবরণ প্রকাশিত হয়েছিল-The Indian Listener (14 March, Staurday, 1942-Vol-VII-5 page 83 -পত্রিকায়।

এই গীতিচিত্রটি গানগুলো ছিল-
  1. থির সৌদামিনী থির কৃষ্ণ [তথ্য]
  2. বাঁধিয়া দুইজনে দুঁহু-ভুজ বন্ধনে [তথ্য]
  3. সখি দেখ্‌লো বাহিরে গিয়া [তথ্য]
  4. সখি নবীন নীরদে ছাইল গগন [তথ্য]