বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সতী মা কি এলি ফিরে ভোলানাথে ভুলাতে
রাগ: কালেংড়া, তাল: দাদরা
সতী মা কি এলি ফিরে ভোলানাথে ভুলাতে।
শ্মশান-বাসী হরের হলায় বরণ-মালা দুলাতে॥
সতীর শোকে ভৈরব বেশ
প্রলয়-ধ্যানে মগ্ন মহেশ
(তাই) নেমে লি হিমালয়ে অটল শিবে টলাতে॥
তোর মায়াকে কর্‌বে মা জয়, নেই হেন কেউ ত্রিলোকে,
অনন্ত দেব-দেবীরে তুই ভুলাস মায়ার পলকে।
কৈলাসে তুই শিবালয়ে
রইলি এবার নিত্যা হ’য়ে
প্রেমের কাছে হার মেনে তুই নেমে এলি ধূলাতে॥